হাম্পির পর নয়া রেকর্ড গড়ে বিশ্ব দাবা সেমিফাইনালে দিব্যা দেশমুখ
দ্বিতীয় খেলায় সাদা ঘুঁটি ছিল হাম্পির। দু’জনেরই পয়েন্ট দাঁড়ায় ১। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ, সেখানে জয় ছিনিয়ে আনেন দিব্যা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৮: ভারতীয় দাবায় নয়া ইতিহাস রচনার পথে দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। ফিডে মহিলা বিশ্বকাপ দাবার কোয়ার্টার ফাইনালে অভিজ্ঞ গ্র্যান্ডমাস্টার হারিকা দ্রোণাভল্লিকে (GM Harika Dronavalli) হারিয়ে সেমিফাইনালে (semifinals) উঠে এলেন তিনি। কনেরু হাম্পির পর দিব্যা হলেন দ্বিতীয় ভারতীয় মহিলা দাবাড়ু, যিনি বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিলেন।
হাম্পির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে (FIDE Women’s World Cup 2025) দিব্যার লড়াই ছিল হাড্ডাহাড্ডি। নির্ধারিত দুই খেলার ফলাফল ড্র হয়। প্রথম খেলায় সাদা ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা, দ্বিতীয় খেলায় সাদা ঘুঁটি ছিল হাম্পির। দু’জনেরই পয়েন্ট দাঁড়ায় ১। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ, সেখানে জয় ছিনিয়ে আনেন দিব্যা।
একনজরে কোয়ার্টারফাইনালের ফলাফল (দুই খেলা মিলিয়ে):
কোনেরু হাম্পি (ভারত) ১.৫ – ইউসিং সং (চিন) ০.৫
টিংজি লেই (চিন) ২ – নানা জাগনিদজে (জর্জিয়া) ০
তান ঝোং ই (চিন) ১.৫ – আর বৈশালী (ভারত) ০.৫
দিব্যা দেশমুখ (ভারত) ১ – হারিকা দ্রোনাভল্লি (ভারত) ১ → ম্যাচ টাইব্রেকারে
সেমিফাইনালে দিব্যার প্রতিপক্ষ চীনের তান ঝোংগি, যিনি ভারতের আর বৈশালীকে ১.৫-০.৫ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছেন। মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৪টেয় শুরু হবে প্রথম সেমিফাইনাল খেলা।
এদিকে, অপর সেমিফাইনালেও ভারত-চীন মুখোমুখি। এই প্রতিযোগিতায় হাম্পির প্রতিপক্ষ লেই তিংজি। এবারের বিশ্বকাপ থেকে শীর্ষ তিন দাবাড়ু ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবেন। ভারত থেকে দুই দাবাড়ুর সেমিফাইনালে ওঠা সেই কোটা নিশ্চিত করল।