দীপাবলী, ভাইফোঁটা ও ছট উপলক্ষ্যে কেনাকাটার ধুম! দেদার খুশি মঙ্গলাহাটের ব্যবসায়ীরা

ফি বছর ছটের আগে ভিন রাজ্যের ব্যবসায়ীরা মঙ্গলহাটে সামগ্রী কিনতে আসেন।

October 28, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: হাওড়ার মঙ্গলাহাটের ব্যবসায়ীরা দেদার খুশি। দীপাবলীর আগে হাসি ফুটছে ব্যবসায়ীদের মুখে। ছটপুজো ও ভাইফোঁটা উপলক্ষ্যে সোম ও মঙ্গলবার বিভিন্ন জেলার এবং ভিন রাজ্যের পাইকারি ব্যবসায়ীদের ভিড় উপচে পড়েছিল হাটে। গত তিন মাসের তুলনায় বিক্রি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

ফি বছর ছটের আগে ভিন রাজ্যের ব্যবসায়ীরা মঙ্গলহাটে সামগ্রী কিনতে আসেন। এ বছরও তারা আসছেন। সোমবার ওড়িশা, বিহার ও উত্তরপ্রদেশের পাইকারি ব্যবসায়ীরা পোশাক কিনতে মঙ্গলাহাটে এসেছিলেন। বিহারের ভাগলপুর থেকেও ক্রেতারা এসেছিলেন। আগামী সপ্তাহের জন্য বড় অঙ্কের বরাতও দিয়ে গিয়েছেন তাঁরা। দুই মেদিনীপুর, বর্ধমান, নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা থেকেও সোম ও মঙ্গলবার প্রচুর ব্যবসায়ী রেডিমেড কাপড় কিনতে এসেছিলেন। সবমিলিয়ে জমজমাট ভিড়। খুশি মঙ্গলাহাটের ব্যবসায়ীরা।

সমবায়িকা-নবীন-ফ্যান্সি-মডার্ন -পোড়া ইত্যদি হাট মিলিয়ে হাওড়া ময়দান সংলগ্ন মঙ্গলাহাটে লক্ষাধিক মানুষ ব্যবসা করেন। ফুটপাতেও পসরা সাজিয়ে বসেন কয়েক হাজার বিক্রেতা। প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার মঙ্গলাহাট বসে। কয়েকশো কোটি টাকার লেনদেন হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen