ইলেকশনের কাজ করুন কিন্তু উন্নয়নমূলক কাজ থামানো যাবে না, জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৮: ভোটের প্রস্তুতি জোরদার হচ্ছে, তার সঙ্গে বেড়েছে এসআইআর প্রক্রিয়ার চাপ। এই পরিস্থিতিতেও সাধারণ মানুষের পরিষেবা যেন কোথাও থমকে না যায়, সে বিষয়ে ফের কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে (Nabanna) প্রশাসনিক বৈঠকে তিনি স্পষ্ট করে জানান, নির্বাচন সংক্রান্ত কাজ যেমন চলবে, একইভাবে সরকারি পরিষেবাও নির্বিঘ্ন রাখতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “ইলেকশনের কাজ করুন, কিন্তু মাথায় রাখবেন সাধারণ মানুষের কাজগুলো যেন অবহেলিত না হয়।” তাঁর নির্দেশ, কোনও অভিযোগ যেন না আসে যে নির্বাচনের কাজে ব্যস্ততার অজুহাতে উন্নয়নমূলক প্রকল্প থেমে গেছে।
এদিনই তিনি আরও জানান, ভালো কাজ করা জেলা প্রশাসকদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হবে। মন্ত্রীদেরও দায়িত্ব দিলেন নজরদারি করার। পাশাপাশি, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে দশজন অবজারভারকে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।
এর আগের দিনও জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিওদের চাপের কথায় সহানুভূতি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এসআইআর (SIR) প্রক্রিয়ার জন্য প্রশাসনিক কর্মীদের উপর যে বাড়তি চাপ তৈরি হয়েছে, তা তিনি বুঝতে পারছেন। কিন্তু রাস্তা, বাড়ি, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, কোনও ক্ষেত্রেই কাজ থামা চলবে না।