সদ্য নির্বাচিত নিউইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলমান মেয়রের বিখ্যাত ‘মা’কে চেনেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: রেকর্ড ভোটে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি (Zohran Mamdani)। মাত্র ৩৪ বছর বয়সে নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন মামদানি। তাঁর নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে প্রথম মুসলমান তথা প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র পেল নিউইয়র্ক (New York City)। ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে নিউইয়র্কের সর্ব কনিষ্ঠ মেয়র হবেন মামদানি।
নিউইয়র্কের নয়া মেয়র স্বনামধন্য চিত্রপরিচালক মীরা নায়ারের (Meera Nair) পুত্র। ভারতীয় বংশোদ্ভূত মামদানির জন্ম ১৯৯১ সালের ১৮ অক্টোবর উগান্ডার কাম্পালায়। তাঁর বেড়ে ওঠা নিউইয়র্ক শহরে। মামদানির পিতা উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানি। মাহমুদেরও শিকড় রয়েছে ভারতে। তাঁর পূর্বপুরুষও একসময় ভারতে থাকতেন। বর্তমানে জোহরান নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। কুইন্স শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশির বাস। সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন জেহরান। সমাজ মাধ্যমে নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষাতেও কথা বলতে শোনা গিয়েছে।
‘সালাম বম্বে’, ‘আ সুটেবল বয়’, ‘দ্য নেমসেক’-র মতো একের পর এক ছবিতে দর্শকদের মন জয় করেছেন মীরা। ‘মিসিসিপি মশালা’, ‘মনসুন ওয়েডিং’, ‘হিস্টেরিক্যাল ব্লাইন্ডনেস’, ‘কামসূত্র: আ টেল অফ লাভ’ ইত্যাদি ছাড়াও বহু ছায়াছবি ও অসংখ্য স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন মীরা নায়ার। বর্তমানে মীরাও মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। ২০১৮ সালে জয়পুর সাহিত্য উৎসবে এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছিলেন, তাঁর কাছে ‘হ্যারি পটার’ সিরিজের পঞ্চম ছবি ‘অর্ডার অফ দ্য ফিনিক্স’ পরিচালনা করার প্রস্তাব ছিল কিন্তু ছেলে জোহরানের কথায় তিনি হ্যারি সিরিজের পরিবর্তে ‘দ্য নেমসেক’ ছবিটি পরিচালনা করেন।