মল্লরাজাদের স্মৃতি বিজড়িত সঙ্কটতারিণীর পুজো শুরুর কাহিনি জানেন?

মন্দিরে কোনও বিগ্রহ নেই, ঘট স্থাপন করে পুজো হয়। পুজোর দিন প্রসাদ খাওয়া চলে না। পরদিন বাসি প্রসাদ খাওয়া হয়।

February 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
বিষ্ণুপুর শহরের সংকট তারিণী পুজো

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মল্লরাজাদের স্মৃতি বিজড়িত, মন্দির শহর বিষ্ণুপুরে বুধবার উপচে পড়ল ভিড়। বিষ্ণুপুর শহরের সঙ্কটতলায় সঙ্কটতারিণীর মন্দির রয়েছে। মন্দিরের নামেই এলাকায় নামকরণ হয়েছে। দেবী সঙ্কটতারিণীর পুজো উপলক্ষ্যে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমায় মন্দিরে। বিশৃঙ্খলা এড়াতে মন্দির প্রাঙ্গণ ও রাস্তায় প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়। হাজার হাজার মহিলা ভোর থেকে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ান। রাত পর্যন্ত চলে পুজো। প্রতি বছর একটি বিশেষ দিনে পুজো হয়। মন্দিরে কোনও বিগ্রহ নেই, ঘট স্থাপন করে পুজো হয়। পুজোর দিন প্রসাদ খাওয়া চলে না। পরদিন বাসি প্রসাদ খাওয়া হয়।

বিষ্ণুপুর শহরের সংকট তারিণী পুজো

জনশ্রুতি অনুযায়ী, বনবাসের সময়ে পঞ্চপাণ্ডব যেখানে যেখানে বিশ্রাম নিতেন, সেই জায়গাগুলোতে সঙ্কট মোচনের জন্য বসুমাতা মাটির মূর্তি বসিয়ে পুজো করেছিলেন। বিষ্ণুপুরে মল্লরাজারা সেই পুজো শুরু করেছিলেন। প্রায় হাজার বছরেরও বেশি সময় ধরে পুজো হয়ে আসছে সেখানে। একদা চালাঘরে পুজো হত। পরবর্তীতে পাকা মন্দির তৈরি হয়। সঙ্কটতারিণীর মন্দিরে হাজার হাজার মহিলা পুজো দিতে আসেন। পরিবারে সঙ্কটমোচনের কামনায় তাঁরা মায়ের কাছে প্রার্থনা করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen