দার্জিলিং যাচ্ছেন? জানেন কী কী নতুন উদ্যোগ নিয়েছে রাজ্যের পর্যটন দপ্তর?

দার্জিলিংয়ের রাস্তায় প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচ হাজার গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। গড়ে ২৫ হাজার গাড়ি চললে যানজট হবেই।

August 1, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাহাড়প্রেমীদের জন্য সুখবর! দার্জিলিঙে আসা পর্যটকদের জন্য উপহার নিয়ে হাজির পর্যটন দপ্তর। এবার পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের টিকিট অনলাইনেই কাটা যাবে। ইতিমধ্যেই তা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। সান্দাকফুতে পর্যটকদের জন্য অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হচ্ছে। কার্শিয়াংয়ের হনুমান টপের কাছে চালু হচ্ছে স্কাই ওয়াক। তাগদায় পর্যটন দপ্তর একটি রক গার্ডেন তৈরি করেছে। পাহাড়ের বেশ কিছু ‘অফবিট ডেস্টিনেশন’ পর্যটকদের সামনে তুলে ধরবে পর্যটন দপ্তর। পর্যটনের প্রচারে দার্জিলিং জেলা প্রশাসনের উদ্যোগে পাহাড় ও সমতলকে সাজিয়ে তোলা হচ্ছে।

বুধবার, দার্জিলিং জেলার নয় ব্লকের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন জেলাশাসক প্রীতি গোয়েল। জিটিএ কর্তৃপক্ষও উপস্থিত ছিল।

দার্জিলিংয়ের যানজট দুর্ভোগের কারণ। যার সমাধান করা প্রশাসন ও জিটিএর সবথেকে বড় চ্যালেঞ্জ। পর্যটন মরশুমে দার্জিলিং পাহাড়ে দিনে গড়ে ২৫ হাজার গাড়ি প্রবেশ করে। দার্জিলিংয়ের রাস্তায় প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচ হাজার গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। গড়ে ২৫ হাজার গাড়ি চললে যানজট হবেই। সমাধানের উপায় খুঁজছে পর্যটন দপ্তর ও প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen