কেন্দ্রীয় বাজেটের ইতিহাস: জানেন দেশের প্রথম বাজেট কে, কবে পেশ করেছিলেন?

জানেন ভারতের বাজেট পেশের ইতিহাস, দেশের প্রথম বাজেট কে পেশ করেছিলেন?

February 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

১ ফেব্রুয়ারি দ্বিতীয় মোদী সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ হল। লোকসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু জানেন ভারতের বাজেট পেশের ইতিহাস, দেশের প্রথম বাজেট কে পেশ করেছিলেন?

১৮৬০ সালের ৭ এপ্রিল ভারতের প্রথম বাজেট পেশ করা হয়েছিল। ইস্ট-ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনে ভারতীয় প্রশাসন হস্তান্তরের দুই বছর পর। প্রথম বাজেট পেশকারী অর্থ সদস্য (ফিনান্স মেম্বার) ছিলেন ইন্ডিয়া কোম্পানির স্কটিশ অর্থনীতিবিদ জেমস উইলসন। ১৯৪৭ সালের ২৬ নভেম্বর প্রথম অর্থমন্ত্রী শ্রী শানমুখম চেট্টি স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন। ১৯৫৫ সাল পর্যন্ত শুধুমাত্র ইংরেজিতেই বাজেট পেশ হতো। পরে হিন্দি ও ইংরেজি দু’ভাষাতেই তা ছাপানোর সিদ্ধান্ত নেয় কংগ্রেস সরকার। করোনা সংক্রমণের কারণে ২০২১-’২২ অর্থবর্ষে প্রথমবার ডিজিটাল মাধ্যমে বাজেট পেশ করা হয়।

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে বাজেট পেশের রেকর্ড রয়েছে বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামনেরই। ২০১৯ সালে ২ ঘণ্টা ১৭ মিনিট ধরে বক্তব্য রেখেছিলেন তিনি। ২০২০ সালে ১ ফেব্রুয়ারি নিজের রেকর্ডই ভেঙে দেন। বাজেট পড়তে সময় নেন ২ ঘণ্টা ৪২ মিনিট। তবে অসুস্থ হয়ে পড়ায় দু’পাতা বাকি থাকতেই বক্তব্য শেষ করতে হয় তাঁকে। অবশ্য, সবচেয়ে বেশি শব্দের বাজেট পেশের রেকর্ড গড়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৯১ সালে নরসিমা রাওয়ের সরকারের অর্থমন্ত্রী ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের এই প্রাক্তন গর্ভনর। ১৯৯১ সালে ১৮ হাজার ৬০৪ শব্দের বার্ষিক বাজেট পেশ করেছিলেন তিনি। ২৭ বছর পর অর্থাত্ ২০১৮ সালে একই শব্দের বাজেট পড়ে তাঁর নজির ছুঁয়েছিলেন তত্কালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি। অন্যদিকে, ১৯৭৭ সালে মোরারজি দেশাই সরকারের আমলে ৮০০ শব্দের সংক্ষিপ্ততম বাজেট পড়েছিলেন অর্থমন্ত্রী হিরুভাই প্যাটেল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen