তিন ভারতীয় সংস্থার উপর নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের, কেন জানেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৬:৩৩: মোট ৪৫টি সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপাল ইউরোপীয় ইউনিয়ন (EU)। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সংস্থাগুলির মধ্যে তিনটি ভারতীয়। অভিযোগ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে শক্তিশালী করছে ভারতীয় সংস্থা। এহেন নিষেধাজ্ঞা নিয়ে নয়া দিল্লির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ডোনাল্ড ট্রাম্প বার বার দাবি করেছেন, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে রসদ জোগাচ্ছে ভারত। তাই ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও চাপিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন বিবৃতিতে জানিয়েছে, ‘ড্রোন, মাইক্রোইলেকট্রনিকস, অত্যাধুনিক কম্পিউটার ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে ৪৫টি সংস্থা রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করছে। রাশিয়াকে সরাসরি সমর্থন করার কারণেই এই সংস্থাগুলিকে নিষিদ্ধ করা হল।’
সংস্থাগুলির মধ্যে অধিকাংশই রাশিয়ার। ১২টি চীন এবং হংকংয়ের, তিনটি সংস্থা ভারতের এবং থাইল্যান্ডের দু’টি সংস্থাও আছে নিষিদ্ধ তালিকায়। ভারতীয় সংস্থাগুলি হল, এরোট্রাস্ট এভিয়েশন প্রাইভেট লিমিটেড, অ্যাসেন্ড অভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং শ্রী এন্টারপ্রাইজেস। সংস্থাগুলি কীভাবে রাশিয়াকে সাহায্য করেছে, তা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বিবৃতিতে কিছু জানানো হয়নি।