আরজি কর আবহে চিকিৎসকদের কনফারেন্স অর্ধনগ্ন নর্তকির সঙ্গে ডাক্তারদের অশ্লীল নাচ, নেটপাড়ায় নিন্দার ঝড়

কোথায় অশৌচ? অর্ধনগ্ন নর্তকির সঙ্গে অশ্লীল নাচে মজেছেন চিকিৎসকেরা।

September 25, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
নর্তকির সঙ্গে ডাক্তারদের অশ্লীল নাচ, নেটপাড়ায় নিন্দার ঝড়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোথায় অশৌচ? অর্ধনগ্ন নর্তকির সঙ্গে অশ্লীল নাচে মজেছেন চিকিৎসকেরা। কলকাতায় আরজি কর কান্ডের পর পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। ডাক্তার পাশে ছিল আম জনতা। কিন্তু চেন্নাইয়ের একটি মেডিক্যাল কনফারেন্সে এমন এক ঘটনা সামনে এল, তার পর থেকে ডাক্তারদের নিন্দায় সরব সকলে।

চেন্নাইয়ের ওই মেডিক্যাল কনফারেন্সের ভিডিও ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা, অশ্লীল ভঙ্গিতে নাচ করছেন। ওই মহিলাকে ঘিরে উৎফুল্ল পুরুষ ডাক্তার ও আয়োজকরাও নাচ করছেন। পোস্টারে দেখা গিয়েছে অ্যাসোসিয়েশান অফ কোলন ও রেকটাল সার্জেন অফ ইন্ডিয়া।

আরও পড়ুন: স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভে কত খরচ হয়েছে জানেন? শুনলে চোখ কপালে উঠবে

ভিডিও দেখা গিয়েছে, মহিলাটি আবেদনময়ী পোশাক পরে আছেন। ওই মহিলা বেলি ড্যান্স করছেন ডাক্তার এবং উপস্থিত দর্শকদের সামনে। সেখানে কয়েকজন ডাক্তারকেও তাঁর সাথে নাচ করতে দেখা যাচ্ছে। হুইসেল বাজিয়ে, মদের গ্লাস হাতে নিয়ে কোমর দুলিয়ে নাচ করছেন ডাক্তাররা। ‘ACRSICON 2024’ নামে ওই কনফারেন্স চলে সেপ্টেম্বর ১৯ থেকে ২৩ অবধি।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তীব্র কটাক্ষ করেছেন সকলে। নেটিজেনরা ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে কটাক্ষ করেছেন। আইএমএকে ট্যাগ করে একজন লিখেছেন ‘হিউম্যান অ্যানাটমিতে কি এই ধরণের ট্রেনিং দেওয়া হয়?’ আরজি কাণ্ডে আন্দোলনরত ডাক্তারদের কটাক্ষ করেছেন অনেকেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen