Jammu and Kashmir: ডোডায় মেঘভাঙা বৃষ্টি, হড়পা বানে মৃত ৪, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি

ডোডায় আশঙ্কা সত্যি করে হঠাৎ নেমে আসে হড়পা বান। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সমস্ত স্কুল-কলেজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

August 26, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৭: প্রকৃতির রোষে ফের বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। টানা মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে একের পর এক জেলায় ভয়াবহ অবস্থা। কিস্তওয়ারে যেখানে ইতিমধ্যেই অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে, কাঠুয়ার হড়পা বানে আরও ৭ জন মারা গিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল ডোডা।

মঙ্গলবার সকালে ডোডা জেলায় হঠাৎ মেঘভাঙা বৃষ্টি (Doda Cloudburst) শুরু হয়। প্রবল জলের স্রোতে হড়পা বান নেমে আসে। তাতে অন্তত চার জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। ভেসে গিয়েছে দশটিরও বেশি বাড়ি। বহু পরিবার এখনও নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরছাড়া।

এর আগে থেকেই আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছিল জম্মু অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Heavy Rain)। কাঠুয়া, ডোডা, সাম্বা, জম্মু, রামবান ও কিস্তওয়ারে জারি করা হয়েছিল রেড অ্যালার্ট। ডোডায় আশঙ্কা সত্যি করে হঠাৎ নেমে আসে হড়পা বান। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সমস্ত স্কুল-কলেজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

তাউই নদী ও একাধিক শাখা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। রাতে জলের পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আধিকারিকরা। পদস্থ এক আধিকারিক জানিয়েছেন, “জম্মু অঞ্চলে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে নদী ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট অতিবৃষ্টির ফলে ভয়াবহ হড়পাবানে বিধ্বস্ত হয় জম্মু-কাশ্মীরের । চাসোটি গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৪ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এখনো পাঁচ শতাধিক গ্রামবাসী আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen