মোদীকে এনে পশ্চিমবঙ্গ দিবসের অ্যাজেন্ডা পূরণ করতে চায় BJP?

June 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১২:০০: পয়লা বৈশাখ পেরিয়ে গেছে বহুদিন। তবুও ২০ জুন কে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করার আশা বঙ্গ বিজেপির এখনো মেটেনি। ১৯৪৭ সালের বঙ্গভাগের সিদ্ধান্তকে স্মরণ করে, ২০ জুন কে পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা বিজেপির কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল গত কয়েক বছর ধরে। কিন্তু বিধানসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পয়লা বৈশাখ দিনটিই শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ দিবস হিসেবে গৃহীত হয়।

শোনা যাচ্ছে, আগামী ২০ জুন নন্দীগ্রামে একটি জনসভার আয়োজন করতে পারে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনায় আয়োজিত এই সভায় আসতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০২৬ বিধানসভা নির্বাচন কে মাথায় রেখেই নাকি ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছেন বিজেপির দিল্লির নেতারা, এই নিয়ে তৃণমূল কংগ্রেস প্রচার শুরু করে দিয়েছে। তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০ জুন নন্দীগ্রামে আমন্ত্রণ করে তাদের তৈরী করা পশ্চিমবঙ্গ দিবস কে সরকারি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা শুরু করেছে বঙ্গ বিজেপি, প্রশ্ন উঠতে শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen