দোমহনি রেল দুর্ঘটনা – ভূতের ভয়ে রাত জাগছে স্বেচ্ছাসেবকরা!
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রেনের বগির সামনে বুধবার রাত কাটান জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

ময়নাগুড়ির দক্ষিণ মৌয়ামারি গ্রামে ট্রেন দুর্ঘটনায় ন’জনের মৃত্যুর পর স্থানীয়দের মধ্যে ভূতপ্রেতের আতঙ্ক জাঁকিয়ে বসেছে। সম্প্রতি গ্রামবাসীরা হরিনাম সংকীর্তন করেছেন, এলাকায় পুজোও করেছেন। গ্রামবাসীদের মধ্যে সচেতনতা প্রচারে সম্প্রতি গ্রামে রাত কাটিয়ে যান বিডিও ও ময়নাগুড়ি থানার আইসি। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ট্রেনের বগির সামনে বুধবার রাত কাটান জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ওই সংগঠনের সদস্যদের দাবি, আতঙ্ক দূর করতেই এমন উদ্যোগ নেন তাঁরা। এরআগে ওই এলাকায় ভূতের আতঙ্ক দূর করতে রাতে ছিলেন ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী। থানার আইসি তমাল দাসও সম্প্রতি গ্রামে রাত কাটিয়ে যান। ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অঙ্কুর দাস বলেন, বুধবার বিকেলে আমরা ঘটনাস্থলে যাই। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের মধ্যে সচেতনতা প্রচার করি। ওঁদের মন থেকে ভূতের আতঙ্ক দূর করতে সারারাত দুমড়ে যাওয়া কামরাগুলির সামনে থাকি। বৃহস্পতিবার সকালে ফের গ্রামবাসীদের সঙ্গে দেখা করে ঘটনাস্থল থেকে বেরিয়ে যাই। ভূতপ্রেত বলে কিছু নেই, সেটা প্রমাণ করতেই আমরা রাতে গ্রামে থাকি।