প্রকাশ্যে এল ‘ডন ৩’-র Announcement Teaser
রণভীর সিং কি আদৌ পারবে অমিতাভ শাহরুখ কে ডন রূপে ছুঁতে নাকি অন্য মাত্রা দেবেন এই চরিত্রকে সেটা সময় বলবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯৭৮ সালে ডন সিনেমা মুক্তি পায় যেখানে ডন চরিত্রে অভিনয় করেন মেগাস্টার অমিতাভ বচ্চন। সিনেমাটি সুপারহিট হয়। ২০০৬ সালে ডন সিনেমার রিমেক হয় এবং প্রথমবার ডন রূপে দেখা যায় সুপারস্টার শাহরুখ খানকে। রিমেক হলেও এটাও সুপারহিট হয়। ২০১১ সালে ডন ২ মুক্তি পায় সেখানেও শাহরুখ খানকে দেখা যায়। ফারহান আখতার যখন ২০২৩ ঠিক করলেন ডন ৩ বানাবেন শাহরুখ খান কে দিয়ে তখন শাহরুখ নিজেই সরে আসলেন।
ফারহান আখতার নতুন মুখ খুঁজছিলেন। সিনেমামহলে গুঞ্জন শুরু হল রণভীর সিংকে নিয়ে। ঘোষণা করলেন ফারহান আখতার নতুন ডন হবেন রণভীর সিং।
আজ ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি ঘোষণা করলেন তাদের নতুন সিনেমা ডন ৩ এর মোশন পোস্টার। যেখানে লেখা ‘এ নিউ এরা বিগিনস’ সঙ্গে ডন সিনেমার টাইটেল মিউজিক।
ডন চরিত্রে অমিতাভ বচ্চনের পর মানুষ পছন্দ করেছিল শাহরুখ খানকে। শাহরুখ সরে আসার পর অনেকের খারাপ লেগেছিল। সিনেমা মহলের নজর এখন নতুন ডন রণভীর সিংয়ের দিকে। রণভীর সিং কি আদৌ পারবে অমিতাভ শাহরুখ কে ডন রূপে ছুঁতে নাকি অন্য মাত্রা দেবেন এই চরিত্রকে সেটা সময় বলবে।