প্রয়াত ‘ডন’-এর পরিচালক চন্দ্র বারোট, বলিউডে শোকের ছায়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৪০: প্রয়াত হলেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা চন্দ্র বারোট (Chandra Barot)। রবিবার তিনি দীর্ঘ রোগভোগের পরে প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ভারতীয় সিনেমার অন্যতম ধ্রুপদী ছবি ‘ডন’ (১৯৭৮) (Don)। এটির সঙ্গে সিনে ভক্তদের বহু আবেগ জড়িয়ে রয়েছে। আর এই ‘ডন’-কে রূপদান করেছিলেন চন্দ্র বারোট।
গত সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসের সঙ্গে লড়াই করছিলেন এই চলচ্চিত্র নির্মাতা। তাঁর স্ত্রী দীপা বারোট পরিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘পালমোনারি ফাইব্রোসিসের সঙ্গে লড়াই করছিলেন তিনি। গত ৭ বছর ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।
চন্দ্র বারোটের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। বারোটের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভনেতা ফারহান আখতার এবং কুণাল কোহলি সহ অন্যান্যরা। ইনস্টাগ্রামে পোস্ট করে বহু অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা প্রয়াত চলচ্চিত্র নির্মাতার প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। ফারহানের পোস্টে লেখা ছিল, ‘অরিজিনাল ডনের পরিচালক আর নেই জেনে দুঃখিত। চন্দ্র বারোট জির আত্মার শান্তি কামনা করছি। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
পরিচালকের জন্ম ও বেড়ে ওঠা তানজানিয়ায়। প্রথম জীবনে তিনি ব্যাঙ্ককর্মী ছিলেন। পরে ভারতে পাকাপাকি বসবাসের সিদ্ধান্ত নেন। প্রয়াত পরিচালক-অভিনেতা মনোজ কুমারের পরামর্শে বিনোদন দুনিয়ায় পা রাখেন। ‘ডন’-এর আগে ‘পূরব ঔর পশ্চিম’, ‘ইয়াদগার’, ‘শোর’, ‘রোটি কাপড়া ঔর মকান’-এর মতো জনপ্রিয় ছবির সহকারী পরিচালক হিসাবে কাজ করেন তিনি। এ সব ছবির নায়ক মনোজ কুমারও প্রয়াত হয়েছেন চলতি বছর। চন্দ্রের আরও একটি স্মরণীয় কাজ বাংলা ছবি ‘আশ্রিতা’। এই ছবি দিয়ে মিঠু মুখোপাধ্যায় বাংলা ছবির দুনিয়ায় প্রত্যাবর্তন করেছিলেন। তাঁর বিপরীতে অভিনয় করছিলেন ‘বুনিয়াদ’-খ্যাত কানোয়ালজিৎ।