Iran Israel war : ইরান এবং ইজরায়েলের বোঝাপড়ায় আসা উচিত বলে মনে করছেন ট্রাম্প, বর্তমান পরিস্থিতি কী বলছে?

মধ্যপ্রাচ্য ঠান্ডা হওয়ার নাম নেই। বরং শনিবার রাত থেকে ফের নতুন করে উত্তেজনা বাড়ল। গতকাল রাত থেকে আজ ভোরেও চলেছে ইজরায়েল (Israel) ও ইরানের হামলা-পাল্টা হামলা। শুক্রবার রাতে হামলার জেরে মৃত্যু হয়েছে মোট ৬৬ জনের। এরমধ্যেই ইরানেরই ৬০ জনের মৃত্যু হয়েছে।

June 16, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: মধ্যপ্রাচ্য ঠান্ডা হওয়ার নাম নেই। বরং শনিবার রাত থেকে ফের নতুন করে উত্তেজনা বাড়ল। গতকাল রাত থেকে আজ ভোরেও চলেছে ইজরায়েল (Israel) ও ইরানের হামলা-পাল্টা হামলা। শুক্রবার রাতে হামলার জেরে মৃত্যু হয়েছে মোট ৬৬ জনের। এরমধ্যেই ইরানেরই ৬০ জনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে ইরানকে (Iran) লক্ষ্য করে একের পর এক মিসাইল এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইজরায়েল। যার জেরে প্রায় ৬০ জনের মৃত্যু হয়। ইরানের দাবি, মৃতদের মধ্যে ২৯ জন শিশুও রয়েছে। তবে এই হামলার পাল্টা জবাব দিয়েছে তেহরানও। ইরানের হানার জেরে ইজরায়েলে ৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।


সাম্প্রতিক তথ্য অনুযায়ী, শনিবার রাতে ইরান ইজরায়েলকে নিশানা করে কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। যার মধ্যে একটি মিসাইল হাফিয়ার কাছে তামারা শহরে আঘাত হানে। যার জেরে ৪ মহিলার মৃত্যু হয়। এছাড়াও, রবিবার ভোরের দিকেও আরও একদফায় ইরানের তরফে মিসাইল আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চড়ছে। দু’দেশের এই সংঘর্ষ পশ্চিম এশিয়ার অন্য দেশগুলিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের পশ্চিম এশিয়ায় অবস্থিত সামরিক ঘাঁটিতেও হামলা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ট্রাম্পও জানিয়ে রেখেছেন, আমেরিকার উপর হামলার চেষ্টা হলে ইরানকে তছনছ করে দেওয়া হবে। যদিও পরে ইরান দাবি করে, বাধ্য না করলে তারা পশ্চিম এশিয়ার অন্য দেশে এই সংঘর্ষ ছড়াতে চায় না। এরই মধ্যে রবিবার রাতে ট্রাম্প (US President Donald Trump) সমাজমাধ্যমে জানান, ইরান এবং ইজরায়েলের বোঝাপড়ায় আসা উচিত বলে মনে করছেন তিনি। সেই বোঝাপড়া হয়ে যাবে বলেও প্রত্যয়ী তিনি। ট্রাম্পের বার্তার পরে ইরান এবং ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর রয়েছে গোটা বিশ্বের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen