দুর্যোগ নিয়ে রাজনীতি নয়, মানুষের পাশে থাকুন: বিরোধীদের উদ্দেশে বার্তা মমতার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪৩: রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। বিপর্যস্ত কলকাতাকে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরাতে সচেষ্ট রাজ্য প্রশাসন। এ হেন পরিস্থিতিতে বিরোধীদের মিথ্যাচার নিয়ে মুখ খুললেন মমতা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “কোনও কোনও রাজনৈতিক দল এই দুর্যোগ নিয়েও রাজনীতি করছেন, তাঁদের আমি ধিক্কার জানাই। মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যে কথা বলছেন।”
মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃতিকে মানুষের হাতে আনা সম্ভব নয়। ব্যঙ্গ করে তিনি বলেন, “এমন করা হচ্ছে যেন প্রকৃতিও আমাদের হাতে! ভদ্রতার একটা সীমা আছে। উত্তরাখণ্ডকে, দিল্লিকে আমরা জলে ডুবুডুবু বলতে পারতাম। কিন্তু বলিনি।”
কেন্দ্রের উদ্দেশে তিনি প্রশ্ন তুলেছেন, “ফারাক্কার ড্রেজিং হয়নি কেন? জবাব দিন না?” তিনি আরও বলেছেন, “পলি মাটি জমে গিয়ে বিহার, ইউপির জলটা আমাদের গঙ্গায় আসছে। গঙ্গার যদি জলধারণ ক্ষমতা কমে যায়, তাহলে কলকাতার জলটা আমরা কোথায় ফেলব?”
কলকাতার জলাবদ্ধতা নিয়েও তিনি বিস্তারিত মন্তব্য করেন। “আমাদের সরকার সাড়ে পাঁচ লক্ষ পুকুর খুঁড়েছে। বাংলার জল বাংলা সামলাবে, আমাদের সেই ক্ষমতা আছে। কিন্তু বাইরে থেকে যে জল ঢুকে পড়ছে, সেটা রোখা কারও পক্ষেই সম্ভব নয়। তার ওপর টানা ৪-৫ মাস ধরে বর্ষা চলছে। গ্রীষ্ম, শরৎকালও বর্ষার মধ্যে ঢুকে পড়েছে। তারওপর পুজো এবারে এগিয়ে এসেছে। সব মিলিয়ে মানুষের এই দুর্ভোগ।”
কলকাতার রাস্তায় জল নামতে দেরি হওয়ায় মেট্রো কর্তৃপক্ষকেও দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “মেট্রোর কাজের জন্য দিনের পর দিন বালি, মেটেরিয়ালস পড়ে থাকে। নালা বন্ধ হয়ে যায়। দায় ওদেরও নিতে হবে।”
বিদ্যুতের খোলা তারে প্রাণহানির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “৮-৯ জন মারা গেছেন, সিইএসসি (CESC)-কে বলেছি রাস্তায় পড়ে থাকা তারগুলো সরাতে।” এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রতিটি পরিবারকে অন্তত পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।