যৌন সঙ্গমে ঠিক কখন কী করলে মারাত্মক বিপদ থেকে রক্ষা পাবেন, জেনে নিন

সঙ্গমের সময় যৌন উত্তেজনা বাড়াতে পুরুষরা তাদের সঙ্গীদের উপর অনেক কিছুই করেই থাকে।

May 31, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: Times of India

যৌন মিলন নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। বাৎস্যায়ন থেকে এই যুগের গবেষকরা, প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গী আলাদা। যৌন সঙ্গমের জন্য কোন সময়টা ঠিক আর কোন সময়তা এড়িয়ে যাওয়া উচিত, মতের ভেদ আছে তাই নিয়েও।

সঙ্গমের সময় যৌন উত্তেজনা বাড়াতে পুরুষরা তাদের সঙ্গীদের উপর অনেক কিছুই করেই থাকে। আবার ঠিক উল্টোটাও হয় পুরোদমে। মহিলারাও তাদের সঙ্গীদের উত্তেচনা শিখরে তোলার জন্য ফোর-প্লের আশ্রয় নিয়ে থাকেন।

ছবি: ফাইল চিত্র

বিভিন্ন মানুষের যৌনতা নিয়ে বিভিন্ন ফ্যান্টাসি রয়েছে। বিভিন্ন রকমভাবে যৌনতাকে উপভোগ করে মানুষ। কিন্তু এটা জানা জরুরি যে ঠিক সময়ে সহবাস না করলে আসতে পারে সমস্যা ।

ছবি সৌজন্যে: The Healthsite.com

বিশেষত এই সময়গুলোতে সঙ্গম করলেই ঘটে যেতে পারে মারাত্মক বিপদ, জানলে অবাক হবেন। সঙ্গমের জন্য কোন সময়টা সবথেকে ভাল সেটা সবার আগে মাথায় রাখতে হবে।

যৌন মিলনের প্রভাব পড়ে শরীর ও মনের উপর। মেয়েদের জন্য কোন কোন অবস্থায় সহবাস করাটা ক্ষতিকারক সেটা মনে না রাখলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

রইল কিছু পরামর্শ :

ঋতুস্রাব চলাকালীন একদমই উচিত নয় মেয়েদের সহবাস করা। শরীরের নানা রকম ক্ষতি হতে পারে এই সময় সহবাস করলেই ।

ছবি সৌজন্যে: Harvard Health

বাচ্চা প্রসবের পর একদমই উচিত নয় সঙ্গম করা। সেই সময় সঙ্গম করলে হতে পারে কঠিন রোগ।

ছবি সৌজন্যে: CDC

মন ভাল নেই, বা কোনও চিন্তার মধ্যে থাকলে উচিত নয় সঙ্গমে লিপ্ত হওয়া।

ছবি সৌজন্যে: istock

যৌন মিলন করা ঠিক নয় শরীর ক্লান্ত থাকলে কিংবা দুর্বল থাকলে।

প্রস্রাব চেপে রেখে কখনওই সসঙ্গমে লিপ্ত হবেন না।

অতিরিক্ত নেশা করে সঙ্গীর সঙ্গে যৌনমিলনে লিপ্ত না হওয়াই ভাল। ঘটে যেতে পারে খারাপ কিছু।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen