কোচবিহারে মহালয়া থেকে চলবে ঐতিহ্যবাহী দোতলা বাস

দোতলা বাস ভাড়া নিয়ে যাঁরা যাবেন, সেই পর্যটকদের মনোরঞ্জনের জন্য সংস্থার একজন কর্মী বাসের মধ্যে সঙ্গীত পরিবেশন করবেন।

September 20, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

‘জয় রাইড’ হিসেবে কোচবিহারে চলবে ঐতিহ্যবাহী দোতলা বাস। দিনে দু’হাজার টাকার বিনিময়ে এই বাস ভাড়া নিয়ে নির্দিষ্ট রুটে যাওয়া যাবে। রবিবার কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই দোতলা বাসের ট্রায়াল রান হয়। যে রুটে এই বাস চলবে সেই ১২ কিমি রাস্তায় এদিন ট্রায়াল রানটি হয়েছে। ৬ আক্টোবর থেকে নির্দিষ্ট রুটে এই বাস চলবে। দোতলা বাস ভাড়া নিয়ে যাঁরা যাবেন, সেই পর্যটকদের মনোরঞ্জনের জন্য সংস্থার একজন কর্মী বাসের মধ্যে সঙ্গীত পরিবেশন করবেন।

বাসটি কোচবিহারে সংস্থার ওল্ড বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে পুলিস লাইনের সামনে দিয়ে মদন মোহন মন্দিরের সামনে দিয়ে যাবে। সেখান থেকে সাগরদিঘির সামনে পৌঁছবে। সাগরদিঘি চারপাশ ঘুরে বাসটি কাছারি মোড় হয়ে রাজবাড়ি পৌঁছবে। সেখান থেকে বাস যাবে খাগড়াবাড়ি। এরপর শালবাগান এলাকাতেও যেতে পারে দোতলা বাসটি। তবে এটা এখনও চূড়ান্ত হয়নি। সেখান থেকে আবার দোতলা বাস ফের স্ট্যান্ডে ফিরে আসবে। যেকোনও সংস্থা, স্কুল, প্রতিষ্ঠান এটি ভাড়া নিতে পারবে। ভাড়া নিয়ে এতে সাংস্কৃতিক কর্মসূচিও পালন করা যাবে। শিশুদের এসব দর্শনীয় স্থান দেখানোর জন্যও দোতলা বাস ভাড়া নেওয়া যাবে। দোতলা বাসে দু’টি তল মিলিয়ে ৮০টি আসন রয়েছে। সকাল ১০টা-১১টা নাগাদ দোতলা বাস ছাড়বে। বিকেল ৪টে পর্যন্ত এই জয় রাইড করা যাবে। অর্থাৎ পর্যটকরা দোতলা বাসে উঠে মোদন মোহন মন্দিরের সামনে পৌঁছলে বাস সেখানে দাঁড়াবে। পর্যটকরা পর্যাপ্ত সময় নিয়ে মন্দির দর্শন করতে পারবেন। আবার কোচবিহার রাজবাড়ির সামনে পৌঁছলে সেখানে বাস দাঁড়াবে। সেখানেও পর্যটকরা রাজবাড়ি ঘুরে দেখে পরের জায়গার উদ্দেশে রওনা দিতে পারবেন। কোচবিহারের রাস্তায় একসময় দোতলা বাস চলাচল করত। দীর্ঘদিন ধরে সেই দোতলা বাস বন্ধ রয়েছে। বিভিন্ন সমস্যার কারণে সেটিকে পথে নামানো যায়নি। সম্প্রতি কোচবিহারের প্রাক্তন এমপি তথা প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায় সংস্থার চেয়ারম্যান পদে বসেন। তিনি দায়িত্ব নেওয়ার পরই ফের দোতলা বাস চালানোর আশ্বাস দিয়েছিলেন। এদিন সেই দোতলা বাসের ট্রায়াল রান হয়। মহালয়ার দিন থেকেই বহু প্রতীক্ষিত দোতলা বাস পথে নামবে বলে সংস্থার দাবি। এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, এদিন দোতলা বাসের সফল ট্রায়াল রান হয়। ৬ আক্টোবর থেকে এই দোতলা বাসে জয় রাইড চালু হবে। দোতলা বাস ভাড়া হিসেবেও নেওয়া যাবে। তবে নির্দিষ্ট রুটে ও নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এটি চলাচল করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen