গঙ্গাবক্ষে যেকোনও অনুষ্ঠান আয়োজনের সুযোগ! চালু হতে চলেছে ডাবল ডেকার ভেসেল

বিশেষ ‘ভ্রমণসঙ্গী’ ভেসেল চালু করার পরিকল্পনা করেছে হুগলি নদী জলপথ পরিবহণ সমিতি। ডাবল ডেকার ভেসেলকে সাজিয়েগুছিয়ে ভাড়া দেওয়া হবে

January 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গঙ্গাবক্ষে বিয়ে, বউভাতের থেকে জন্মদিনের পার্টি আয়োজন আরও সহজ। ভাসমান অবস্থায় অনুষ্ঠানের জন্য এখন আস্ত ভেসেল ভাড়ায় পাওয়া যায়। কলকাতায় এমন সুযোগ থাকলেও পাশের শহর হাওড়ায় এরকম কোনও ব্যবস্থা নেই। বিশেষ ‘ভ্রমণসঙ্গী’ ভেসেল চালু করার পরিকল্পনা করেছে হুগলি নদী জলপথ পরিবহণ সমিতি। ডাবল ডেকার ভেসেলকে সাজিয়েগুছিয়ে ভাড়া দেওয়া হবে। পিপিপি মডেলের কথা ভাবছে। এতে সমিতির নিজস্ব আয় বাড়বে, পাশাপাশি গঙ্গাবক্ষে অনুষ্ঠান আয়োজনের সুযোগ পাবেন আরও অনেকে।

২ কোটি ৬৪ লক্ষ টাকা খরচ করে হুগলি নদী জলপথ পরিবহণ সমিতির আটটি ভেসেল সংস্কার করা হচ্ছে। প্রস্তুত হয়ে গিয়েছে একটি ভেসেল। কয়েকটি ভেসেল সংস্কার হয়ে গেলে অনুষ্ঠানের জন্য ভাড়া দিতে আলাদা করে একটি ভেসেল প্রস্তুত করার কথা ভাবছে সমিতি। এখন বাউড়িয়া থেকে গার্ডেনরিচ রুটে একটি ডাবল ডেকার স্টিল ভেসেল চলাচল করছে। জলযানে একসঙ্গে প্রায় ২০০ জন সফর করতে পারেন। ‘এমভি চখা-চখি’ নামের দোতলা ভেসেল নতুন করে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নবরূপে সজ্জিত এই ভেসেলের নাম হবে ‘ভ্রমণসঙ্গী’। সমিতির সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেটি ভাড়া নেওয়া যাবে। ঘণ্টা প্রতি নির্দিষ্ট ভাড়া বা ‘প্যাকেজ’ থাকতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen