ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে জাতপাতের লাঞ্ছনা! ব্রাহ্মণের পা ধুইয়ে জল খেতে বাধ্য করা হল দলিত যুবককে

October 13, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৩৫: ফের খবরের শিরোনামে মধ্যপ্রদেশ (Madhyapradesh)। জাতিগত বৈষম্যের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি শাসিত এই রাজ্যে। মধ্যপ্রদেশের দামোহ (Damoh)জেলার সাতারিয়া গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া একটি জাতিগত বৈষম্যের ঘটনা দেশজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পুরুষোত্তম কুশওয়া নামে এক যুবককে জোর করে এক ব্রাহ্মণ (Brahmin) ব্যক্তির পা ধুইয়ে সেই জল পান করতে বাধ্য করা হচ্ছে। ঘটনাটি ঘটে গ্রামের একটি মন্দিরের সামনে, যেখানে উপস্থিত ছিলেন বহু গ্রামবাসী। (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি)।

ঘটনার সূত্রপাত হয় একটি ব্যক্তিগত বিবাদ থেকে। জানা যায়, গ্রামে দেশি মদ বিক্রি নিয়ে পুরুষোত্তম ও অনুজ পাণ্ডে নামে এক ব্যক্তির মধ্যে ঝামেলা হয়। সেই বিবাদের জেরে পুরুষোত্তম সোশ্যাল মিডিয়ায় অনুজের একটি AI-সম্পাদিত ছবি পোস্ট করেন, যেখানে অনুজকে জুতোর মালা পরানো অবস্থায় দেখা যায়। এই ছবি ভাইরাল হওয়ার পর গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন, পুরুষোত্তমকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে।

শাস্তির অংশ হিসেবে, পুরুষোত্তমকে অনুজ পাণ্ডের পা ধুইয়ে সেই জল পান করতে বাধ্য করা হয়। ঘটনাটি ভিডিওতে ধরা পড়ে এবং তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুরুষোত্তমকে বলতে শোনা যায়, “আমি ব্রাহ্মণ সমাজের কাছে ক্ষমা চাইছি। এমন ভুল আর হবে না। আমরা এভাবেই ব্রাহ্মণদের পূজা করব।” এই বক্তব্য আরও বিতর্ক উসকে দেয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশ পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে, যাঁদের মধ্যে অনুজ পাণ্ডেও রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে এবং জাতিগত বৈষম্য সংক্রান্ত আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen