বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুরের সঙ্গে দিল্লিতে ডোভালের বৈঠক, কী নিয়ে আলোচনা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: নির্ধারিত সময়ের এক দিন আগেই দিল্লি পৌঁছেছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (Khalilur Rahman)। মঙ্গলবার রাতেই তিনি রাজধানীতে আসেন। বুধবার সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor – NSA) অজিত ডোভালের (Ajit Kumar Doval) সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৃহস্পতিবার থেকে দিল্লির হায়দ্রাবাদ হাউসে শুরু হচ্ছে ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’ (সিএসসি)-র (Colombo Security Conclave – CSC) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্মেলন। তার আগেই ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
এই বৈঠক এমন এক সময়ে হল, যখন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (International Crimes Tribunal, Bangladesh – ICT-BD) মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ফাঁসির সাজা দিয়েছে। উল্লেখ্য, তিনি গত বছরের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। তাঁকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিকে ইতিমধ্যেই বার্তা দিয়েছে মহম্মদ ইউনূসের (Muhammad Yunus ) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার (interim government)। এই প্রেক্ষাপটে ডোভাল-খলিলুর বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও বিদেশমন্ত্রকের বিবৃতিতে বৈঠকের কথা জানানো হলেও আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি।
অক্টোবরেই অজিত ডোভাল ( Ajit Doval) বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য। এবারের সিএসসি (CSC) সম্মেলনে সভাপতিত্ব করবেন খলিলুর রহমান (Khalilur Rahman)। প্রথমে জানানো হয়েছিল বুধবার দিল্লি পৌঁছবেন তিনি, তবে সফরসূচি বদলে মঙ্গলবার রাতেই পৌঁছে যান। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, বুধবারের বৈঠকে সীমান্ত সুরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণবিক্ষোভের জেরে বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর এই প্রথমবার সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের সফরে এলেন।