রাজেশ খান্নার ঔদ্ধত্যই কি পতনের মূল হয়ে দাঁড়ায়?

ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিকে তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা।

July 17, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। এক সময় তাঁকে পর্দায় এক ঝলক দেখার জন্য পাগল হয়ে যেতেন দর্শকরা। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিকে তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। কিন্তু একদিন হঠাতই মিলিয়ে গেল সেই স্টারডাম। 

পর পর ১৩টা ছবি সিলভার জুবিলি, কিন্তু খ্যাতির পার্শ্বপ্রতিক্রিয়া থেকে নিজেকে বাঁচাতে পারেননি এই  অভিনেতা। রোশের মুখে পড়েছিলেন বচ্চন গিন্নি জয়ার। ঠিক কী ঘটেছিল, যে কারণে এই তারকা তিলে তিলে হারিয়ে গেলেন রুপোলী জগত থেকে?

স্টারডামের সুবিধে নিতে খুব তাড়াতাড়ি শিখে গিয়েছিলেন রাজেশ খান্না। সুপারস্টার হওয়ার কয়েকদিনের মধ্যে বদলে গিয়েছিল তাঁর স্বভাব, কথা, ব্যবহার – সব কিছু। শুটিং সেটে আসতেনও দেরিতে। জুনিয়র অভিনেতাদের সঙ্গে করা মজা কখন ব্যঙ্গে রূপ নিত তিনি হয়ত নিজেও বুঝতে পারতেন না। এমনই এক পরিস্থিতির শিকার হন জয়া বচ্চন। 

তখন অমিতাভ, জয়া দুজনেই বলিউডে নতুন। ‘বাবুর্চি’ ছবিতে রাজেশ খান্নার সঙ্গে অভিনয়ের সুযোগ পান জয়া। অমিতাভ ও জয়ার মধ্যে সদ্য প্রেম দানা বাঁধছে। তাই সময় পেলেই অমিতাভ জয়ার সঙ্গে দেখা করতে চলে আসতেন ছবির সেটে। কয়েকদিন ধরে বিষয়টা লক্ষ্য করেন রাজেশ খান্না।

একদিন তিনি সেটের মধ্যেই অমিতাভকে অপমান করে বসেন। তা দেখে মেজাজ হারিয়ে ফেলেন জয়া। তিনি রাজশকে বলেন, দেখবেন এই মানুষটি একদিন আপনার থেকেও বড় সুপারস্টার হবে। জয়ার কথাই যেন অক্ষরে অক্ষরে ফলে যায়। 

রাজেশ খান্নার ব্যবহার ও তাঁর ঔদ্ধত্য তাঁকে ধীরে ধীরে সরিয়ে দিয়েছিল স্টারডম থেকে। আর বলিউড পেয়ে গিয়েছিল তাঁর মেগাস্টার ‘অ্যাংরি ইয়াং ম্যান’ অমিতাভ বচ্চনকে।    

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen