অজ্ঞাত WhatsApp নম্বর থেকে আসা ছবি ডাউনলোড করলেই ফোন হ্যাক, সতর্কবার্তা দিচ্ছে পুলিস-রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক
সম্প্রতি হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠিয়ে নয়া সাইবার প্রতারণার ফন্দি এঁটেছে জালিয়াতরা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আসা ছবি ডাউনলোড করলেই ফোন প্রবেশ করবে হ্যাকার অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে গ্রাহকের ফোনের যাবতীয় তথ্য, ফোন নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন নথি চুরি করে নেবে প্রতারকরা। সম্প্রতি হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠিয়ে নয়া সাইবার প্রতারণার ফন্দি এঁটেছে জালিয়াতরা। এনিয়ে ইতিমধ্যে সতর্কবার্তা দিচ্ছে পুলিস ও রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলি।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হোয়াটসঅ্যাপে যে ছবি আসছে, তার সঙ্গেই রয়েছে ম্যালওয়ার। যা তথ্য চুরির কাজে লাগে। অজ্ঞাত নম্বর থেকে আসা সেই ছবি বা ভিডিও ডাউনলোড করলেই সেই ম্যালওয়ার ফোনের সফটওয়ার সিস্টেমে ঢুকে পড়ছে। যার ফলে ফোনের ইন-বিল্ট ইন্টারনেট সিকিওরিটি সিস্টেমটিকে ধ্বংস করে দিচ্ছে সেই ম্যালওয়ার।
সেই ম্যালওয়ার ও গ্রাহকের হোয়াটসঅ্যাপ নম্বরকে কাজে লাগিয়ে প্রতারণায় নামছে জালিয়াতরা। ছবির সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে হ্যাকার অ্যাপ। ছবি ডাউনলোড করলেই নিজে থেকে গ্রাহকের ফোনে ডাউনলোড হয়ে যাবে সেই অ্যাপটি। এই অ্যাপ গ্রাহকের মোবাইলে থাকলেই সম্পূর্ণ কন্ট্রোল চলে যাবে প্রতারকের হাতে। এরপরেই ফোনে থাকা ইউপিআই অ্যাকাউন্টের যাবতীয় তথ্য হাতিয়ে নিচ্ছে তারা। পুলিসের সাইবার বিভাগ জানাচ্ছে, ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সেটিংস থেকে অটো ডাউনলোড বন্ধ করে রাখতে হবে।