NASA মঙ্গল অভিযানে রোভার পরিচালনার দায়িত্বে ভারততনয়া

গত পাঁচ বছর ধরে অক্ষতা নাসায় কর্মরত। তাঁর তত্ত্ববধানেই মঙ্গলে রোভার পাঠানো হয়েছিল। রোভারটি মঙ্গল থেকে নমুনা সংগ্রহ করেছে।

December 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথম ভারতীয় মহিলা হিসেবে মঙ্গল গ্রহে রোভার পরিচালনার দায়িত্ব পেয়েছেন অক্ষতা কৃষ্ণমূর্তি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গল অভিযানের দায়িত্বে প্রথম ভারতীয় কন্যা তিনি। গত পাঁচ বছর ধরে অক্ষতা নাসায় কর্মরত। তাঁর তত্ত্ববধানেই মঙ্গলে রোভার পাঠানো হয়েছিল। রোভারটি মঙ্গল থেকে নমুনা সংগ্রহ করেছে।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অক্ষতা লিখছেন, নাসায় কাজ করতে ১৩ বছর আগে তিনি আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল তিনি একদিন মঙ্গল গ্রহের মিশন পরিচালনার প্রধান দায়িত্বে থাকবেন। অনেকেই ঠাট্টা করে বলেছিলেন এ’কাজ তাঁর দ্বারা সম্ভব হবে না। কেউ কেউ উপদেশ দিয়েছিলেন কাজের ক্ষেত্র বদলে ফেলতে। তিনি অবিচল থেকেছেন। পিএইচডি সম্পূর্ণ করার পর তিনি নাসায় চাকরি পান। উল্লেখ্য, মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজি থেকে অ্যারোনটিক্স ও অ্যাস্ট্রোনটিক্সে পিএইচডি করেছেন অক্ষতা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen