Greta Thunberg: গ্রেটার গায়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল ইসরায়লি পতাকা, অভিযোগ সহকর্মীদের

October 5, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬.২০: ফ্লোটিলায় (Flotilla) অংশগ্রহণের কারণে গাজায় সাহায্য পৌঁছনোর চেষ্টা করতে গিয়ে আটক হওয়া ১৩৭ জন অ্যাক্টিভিস্ট শনিবার তুরস্কে পৌঁছেছেন। তাঁদের মধ্যে দু’জন দাবি করেছেন, আটককালে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের (Greta Thunberg) সঙ্গে যথাযথ আচরণ করা হয়নি।

তুরস্কের বিদেশমন্ত্রক সূত্রে জানা যায়, ইস্তানবুল বিমানবন্দরে অবতরণ করা অ্যাক্টিভিস্টদের মধ্যে ছিলেন ৩৬ জন তুর্কি নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহী, আলজেরিয়া, মোরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মাউরিটানিয়া, সুইজারল্যান্ড, টিউনিসিয়া এবং জর্ডানের নাগরিকরা।

মালয়েশিয়ার নাগরিক হাজওয়ানি হেলমি এবং মার্কিন নাগরিক উইন্ডফিল্ড বিবার বিমানবন্দরে সাংবাদিকদের জানান, তাঁরা গ্রেটা থানবার্গকে ধাক্কা খেতে দেখেছেন এবং তাঁকে জোর করে ইসরায়েলের পতাকা পরতে বাধ্য করা হয়েছিল।

ইসরায়েল এখনও এই নতুন অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য করেনি। তবে আগে তাঁদের বিদেশমন্ত্রক ধৃতদের সঙ্গে অপব্যবহার সংক্রান্ত সংবাদকে “সম্পূর্ণ মিথ্যা” হিসেবে আখ্যা দিয়েছিল। আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই গাজায় সাহায্য পৌঁছনো বন্ধ এবং প্রায় ৪৫০ জন অ্যাক্টিভিস্টকে আটক করাকে কড়া সমালোচনা করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen