ফিরছে ‘দৃশ্যম’, ফের বিজয় সালগাঁওকার রূপে অজয় দেবগণ

পরিচালকের দায়িত্বে থাকছেন অজয় পাঠক। সূত্রের খবর, চলতি বছর আগস্ট মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা

February 25, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির দুটো ছবিই ব্লকবাস্টার হিট। এবার জানা গেল এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ভাগ আসতে চলেছে। ফের বিজয় সালগাওকর হিসেবে বড় পর্দায় ধরা দেবেন অজয় দেবগন।

সদ্য অজয় নিজেই এই ছবির কথা নিশ্চিত করেছেন। পরিচালকের দায়িত্বে থাকছেন অজয় পাঠক। সূত্রের খবর, চলতি বছর আগস্ট মাস থেকে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। ইতিমধ্যে ছবির চিত্রনাট্য শুনে পছন্দ করেছেন অজয়। এ বছর জুলাই বা আগস্ট মাস অন্য কয়েকটি ছবির জন্য ধরে রেখেছিলেন অজয়। তবে ‘দৃশ্যম ৩’-এর চিত্রনাট্য শোনার পর নাকি তিনি সেগুলি পিছিয়ে দিতে রাজি হয়েছেন। এই ছবির কাজ শুরু করার আগে ‘দে দে পেয়ার দে ২’, ‘ধামাল ৪’ ও ‘রেঞ্জার’ ছবির কাজ শেষ করবেন অভিনেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen