Duare Hospital: এবার ‘দুয়ারে হাসপাতাল’ আনছেন মমতা
বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্পের অভূতপূর্ব সাফল্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালু করতে চলেছে আরও একটি যুগান্তকারী উদ্যোগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৩: বাংলায় স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পের অভূতপূর্ব সাফল্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার চালু করতে চলেছে আরও একটি যুগান্তকারী উদ্যোগ – ‘দুয়ারে হাসপাতাল’ (Duare Hospital)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের নাগরিকদের, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের, দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা।
স্বাস্থ্য দপ্তর সূত্র থেকে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে প্রায় ২১০টি অত্যাধুনিক মোবাইল হাসপাতাল ইউনিট (Mobile Hospital Units) চালু করা হবে। প্রতিটি ইউনিটে সাত থেকে আটটি শয্যার ব্যবস্থা থাকবে। এই ভ্রাম্যমাণ ইউনিটগুলি স্থানীয় ব্লক হাসপাতালে নিয়মিত থাকবে। প্রতিটি গাড়িতে জিপিএস ব্যবস্থা থাকায় স্বাস্থ্য ভবন (Swasthya Bhavan) থেকে এগুলির গতিবিধিতে সরাসরি নজরদারি করা সম্ভব হবে।
রাজ্য সরকার প্রতিটি মোবাইল হাসপাতাল ইউনিট তৈরিতে প্রায় চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করছে। এসব ইউনিটে ইসিজি (ECG), রক্ত পরীক্ষা, বহনযোগ্য এক্স-রে (X-Ray) ও আল্ট্রাসনোগ্রাফির (USG) মতো প্রয়োজনীয় ডায়াগনস্টিক (diagnostic) সুবিধা থাকবে। এছাড়াও অনলাইনে প্রেসক্রিপশন দেওয়ারও ব্যবস্থা থাকবে। ত্রিশটি উন্নত ইউনিটে আরও আধুনিক এক্স-রে ও আল্ট্রাসাউন্ডের সুবিধা থাকবে। প্রতিটি মোবাইল হাসপাতালে চিকিৎসক, নার্সিং কর্মী ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োজিত হবেন। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পে মোট বিনিয়োগ হবে ১০০ কোটি টাকা, যা থেকে প্রায় ৪৬২টি নতুন চাকরি তৈরি হবে।
প্রথমে ঝাড়গ্রাম ও চা বাগান অঞ্চলের মতো দুর্গম ও আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলিতেই মোবাইল স্বাস্থ্যকেন্দ্র মোতায়েন করা হবে। এই পরিষেবা চালুর জন্য ২৩১ জন ড্রাইভার এবং সমসংখ্যক সহকারী নিয়োগ করা হবে।