Dubai Tejas Crash: শেষ মুহূর্তে ইজেকশনের চেষ্টা করেছিলেন উইং কমান্ডার স্যায়াল, জানাচ্ছে বায়ুসেনা সূত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: দুবাই এয়ার শোতে (Dubai Air Show) শুক্রবার তেজস যুদ্ধবিমান দুর্ঘটনায় উইং কমান্ডার নমনশ স্যায়ালের মৃত্যু ঘিরে প্রশ্ন উঠছে, শেষ মুহূর্তে কী তিনি ইজেকশনের চেষ্টা করেছিলেন, কিন্তু পর্যাপ্ত উচ্চতা না থাকায় তা সফল হয়নি? ভিডিও বিশ্লেষণে এমনই ইঙ্গিত মিলছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) সূত্রে। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের নাক হঠাৎ নিচের দিকে ঝুঁকে মাটিতে আছড়ে পড়ার আগে পাইলট ইজেকশনের উদ্যোগ নিলেও অত্যন্ত কম উচ্চতার কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।
মাত্র ৩৪ বছর বয়সি স্যায়াল হিমাচল প্রদেশের কাংড়া জেলার পতিয়ালকার গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, যিনি বর্তমানে কলকাতায় প্রশিক্ষণরত এক বায়ুসেনা পাইলট, তাঁদের ছয় বছরের কন্যা এবং বাবা-মা। দম্পতির পরিচয় হয়েছিল তাঁদের প্রথম পোস্টিং পঠানকোটে, এবং ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়।
দুর্ঘটনার পর শনিবার বায়ুসেনা স্যায়ালকে স্মরণ করে জানিয়েছে যে তিনি ছিলেন এক নিষ্ঠাবান যুদ্ধবিমান পাইলট ও অত্যন্ত দক্ষ পেশাদার। বিবৃতিতে বলা হয়েছে, দেশসেবায় তাঁর অটুট অঙ্গীকার, অসাধারণ দক্ষতা এবং কর্তব্যবোধ তাঁকে সহকর্মীদের মধ্যে গভীর সম্মান এনে দিয়েছিল। তাঁর মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বের প্রতিফলন দেখা গিয়েছে শেষ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির কর্মকর্তারা, সহযোদ্ধারা, বন্ধু এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা।