পরীক্ষাকেন্দ্রের অভাবেই রানওয়েতেই পরীক্ষা! প্রশ্নের মুখে ‘ডবল ইঞ্জিন’ ওড়িশার নিয়োগ ব্যবস্থা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত ওড়িশা। মাত্র ১৮৭টি চুক্তিভিত্তিক পদের জন্য প্রায় ৮ হাজার পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে হলো নির্মীয়মান রানওয়ের তপ্ত পিচের ওপর বসে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মোহন মাঝি পরিচালিত ওড়িশা (Odisha) সরকারের ভূমিকা এবং রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত ১৬ ডিসেম্বর, পশ্চিম ওড়িশার সম্বলপুরের জামাদারপালি এয়ারস্ট্রিপে (Jamadarpali Airstrip)। জানা গিয়েছে, মাত্র ১৮৭টি ‘হোমগার্ড’ (Home Guard) পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছিল পঞ্চম শ্রেণি পাশ। কিন্তু সরকারি চাকরির আশায় সেই সামান্য পদের জন্যই আবেদন করেছিলেন এমবিএ (MBA), এমসিএ (MCA) এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হাজার হাজার উচ্চশিক্ষিত বেকার যুবক-যুবতী। দৈনিক ৬৩৯ টাকা ভাতার এই চাকরির জন্য প্রায় ৮ হাজার পরীক্ষার্থী উপস্থিত হন।
অভিযোগ, বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য উপযুক্ত পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ওড়িশার বিজেপি সরকার। প্রশাসনের কাছে আগাম তথ্য থাকা সত্ত্বেও, কোনও স্কুল বা কলেজে আসন ব্যবস্থা করা হয়নি। এয়ারস্ট্রিপের ঘরগুলিতেও জায়গা না হওয়ায় শেষ পর্যন্ত রানওয়েতেই পরীক্ষার্থীদের বসিয়ে দেওয়া হয়। বিনা প্রস্তুতিতেই রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল বলে অভিযোগ উঠছে।
সোশ্যাল মিডিয়ায় রানওয়েতে বসে পরীক্ষা দেওয়ার ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করে নি দৃষ্টিভঙ্গি) তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে আক্রমণ করেছে। তৃণমূলের তরফে ভিডিওটি শেয়ার করে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “এটা কোনও সিনেমার দৃশ্য নয়। এটা বিজেপি-শাসিত ওড়িশার বাস্তব চিত্র। তথাকথিত ডবল ইঞ্জিন শাসনের নির্মম বাস্তবতা- হাতে ডিগ্রি আছে, কিন্তু কাজ নেই।”