ঝাড়গ্রামে লোক হল না, মঞ্চে না এসে মুখরক্ষার ভার্চুয়াল ভাষণ শাহের

উল্লেখ্য, এর আগে ঝাড়গ্রামে জেপি নাড্ডার সভায় লোক না হওয়ায় মঞ্চে না উঠেই চলে গেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

March 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভরল না ময়দান, হল না জনসমাগম। তাই, ঝাড়গ্রামে জনসভা বাতিল অমিত শাহের। গতকাল খড়গপুরের রোড শো-র পর আজ অমিত শাহর মিশন জঙ্গলমহল। ঝাড়গ্রামের সার্কাস ময়দানে সকাল ১১টা নাগাদ জনসভা করার কথা অমিত শাহের। সভায় থাকার কথা ঝাড়গ্রাম, নয়াগ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর – জেলার চারটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের।

কিন্তু লোক না হওয়ায় সেই সভা বাতিল করলেন শাহ। আজ ঝাড়গ্রামের পাশাপাশি অমিত শাহ যাবেন বাঁকুড়ায়। রানিবাঁধ বিধানসভার খাতরায় দুপুর ১টা নাগাদ তাঁর নির্বাচনী সভা। সভায় থাকবেন রানিবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু-সহ বিজেপি নেতারা। সভা শেষে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ (Amit Shah)।

বিজেপি সূত্রের খবর ভার্চুয়ালি বক্তব্য রাখতে পারেন শাহ। বিজেপি (BJP) হেলিকপ্টারের সমস্যার জন্যই সভা বাতিলের যুক্তি খাড়া করছে।

উল্লেখ্য, এর আগে ঝাড়গ্রামে জেপি নাড্ডার সভায় লোক না হওয়ায় মঞ্চে না উঠেই চলে গেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জেলায় জেলায় বিজেপির পরিবর্তন যাত্রাতেও এক ছবি – লোক নেই। গজেন্দ্র সিংহ সাখাওয়াত থেকে রাজনাথ সিংহ কিংবা স্মৃতি ইরানি – সকলেই ফাঁকা মাঠে বক্তৃতা দিতে বাধ্য হয়েছেন।

নির্বাচনের আগে এটা যে বিজেপির জন্য অশনি সঙ্কেত তা মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen