মহামেডানের হারে ডুরান্ডে শেষ কলকাতার চ্যালেঞ্জ

ম্যাচের ৬০ মিনিটে স্টুয়ার্টের শট অসাধারণ দক্ষতায় রুখে দেন মহমেডান গোলরক্ষক জোনাথমাওইয়ার।

September 15, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ম্যাচের একদম শেষ দিকে ডিফেন্সের ভুলেই গোল খেয়ে হেরে গেল মহামেডান স্পোর্টিং, ছবি: টুইটার

মোহন বাগান ও ইস্ট বেঙ্গল গ্ৰুপ লিগেই ছিটকে গেছিল। ডুরান্ডে (Durand Cup 2022) কলকাতার শেষ ভরসা ছিল গতবারের রানার্স মহমেডান স্পোর্টিং। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমি-ফাইনালে মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে ম্যাচের অন্তিম লগ্নে গোল খেয়ে গিয়ে কলকাতার চ্যালেঞ্জ মাটিতে মিলিয়ে দিল সাদা-কালো ব্রিগেড। ম্যাচের এক্সট্রা টাইমে (৯১ মিনিট) মুম্বইয়ের হয়ে জয়সূচক গোলকরে গেলেন বিপিন সিংহ (১-০)।

এদিন মুম্বই জোরদার আক্রমণ চালিয়ে গেলেও তা রুখে দিচ্ছিল মহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্স (Mohammedan SC)। ম্যাচের ৬০ মিনিটে স্টুয়ার্টের শট অসাধারণ দক্ষতায় রুখে দেন মহমেডান গোলরক্ষক জোনাথমাওইয়ার। ম্যাচের একদম শেষ দিকে ডিফেন্সের ভুলেই গোল খেয়ে হেরে গেল মহামেডান স্পোর্টিং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen