Durand Cup 2025: আজ সেমিফাইনালে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার, কোন দল এগিয়ে
ডুরান্ড কাপ ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি এবং ডায়মন্ড হারবার এফসি।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: ডুরান্ড কাপ ২০২৫-এর দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি এবং ডায়মন্ড হারবার এফসি। একদিকে সদ্য ডার্বি জিতে আত্মবিশ্বাসে ভরপুর লাল-হলুদ ব্রিগেড, অন্যদিকে টুর্নামেন্টে একের পর এক অঘটন ঘটিয়ে উঠে আসা ডায়মন্ড হারবার।
ইস্টবেঙ্গল দীর্ঘ এক দশকের শূন্যতার পর আবারও ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছে। অস্কার ব্রুজোর হাতে গড়া নতুন দল ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে যে দাপট দেখিয়েছে, তা তাদের আত্মবিশ্বাস দ্বিগুণ করেছে। নতুন রিক্রুট আর অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে এবার তারা মরিয়া ট্রফি জয়ের জন্য। ডুরান্ড কাপ জেতা মানে শুধু একটি শিরোপা নয়—এটি হতে পারে তাদের নতুন পথ চলার সূচনা।
অন্যদিকে, ডায়মন্ড হারবার এফসি এই টুর্নামেন্টে প্রমাণ করেছে যে ফুটবলে শুধু বড় নামই সব নয়। কিবু ভিকুনার কোচিংয়ে তারা ইতিমধ্যেই মহমেডান এসসি এবং জামশেদপুর এফসির মতো দলকে হারিয়েছে। প্রথমবার সেমিফাইনালে উঠে আসা এই দল এখন স্বপ্ন দেখছে আরও বড় চমকের। তবে ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবের বিপক্ষে নেমে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে চাপ সামলানো। ভিকুনা তার খেলোয়াড়দের মনে করিয়ে দেবেন তারা ইতিমধ্যেই কী কী করেছে এই টুর্নামেন্টে—সেই আত্মবিশ্বাস নিয়েই নামতে হবে মাঠে।
এই ম্যাচ হবে দুই ভিন্ন দর্শনের সংঘর্ষ। একদিকে দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য আর ট্রফির জন্য মরিয়া ইস্টবেঙ্গল; অন্যদিকে নবাগত ডায়মন্ড হারবারের দারুন লড়াই। ফুটবল সবসময়ই চমকের খেলা, আর এই সেমিফাইনালে সেই সম্ভাবনা প্রবল।
*সম্ভাব্য একাদশ*
*ইস্টবেঙ্গল এফসি*: প্রভসুখন সিং গিল (GK), অনোয়ার আলি, লালচুংনুঙ্গা, কেভিন সিবিলে, মোহাম্মদ রাকিপ, মিগুয়েল ফেরেইরা, নাওরেম মহেশ, এডমন্ড লালরিন্দিকা, সাউল ক্রেসপো, বিপিন সিং, ডিমি।
*ডায়মন্ড হারবার এফসি*: মিরশাদ মিচু (GK), অজিত কুমার, মিকেল কোরতাজার, নরেশ সিং, মেলরয় আসিসি, স্যামুয়েল, লাল্লিয়ানসাঙা, পল রামফাঙজাউভা, গিরিক খোসলা, লুকা মাজসেন, জবি জাস্টিন।
ডুরান্ড কাপে এই প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে দুই দল। সেমিফাইনালের মঞ্চে এই লড়াই তাই হয়ে উঠবে আরও বিশেষ।