ঘোষিত হয়েছে ১৩৪তম ডুরান্ড কাপের সূচি, ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি কবে?

১৩৪তম ডুরান্ড কাপের সূচি প্রকাশিত। ইস্টবেঙ্গল ও মোহনবাগান গ্রুপ পর্বে মুখোমুখি নয়, তবে নকআউটে দেখা যেতে পারে ঐতিহাসিক ডার্বি।

July 7, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩১: আনুষ্ঠানিক ভাবে ১৩৪তম ডুরান্ড কাপের সূচি প্রকাশ করলো ডুরান্ড কমিটি। কিছু দিন আগেই আমরা জানিয়েছিলাম যে আইএসএল থেকে এই মরশুমে মোট ৫ টি দল অংশগ্রহণ করবে। এবং মোহনাবাগন খেলতে পারে যদি তাদের কিছু শর্ত মেনে নেওয়া হয় তাহলে। সেই সব জল্পনা উড়িয়ে আইএসএল থেকে মোট ৬ দল অংশগ্রহণ করতে চলেছে তাঁর মধ্যে ৩ দলই বাংলার। বাংলা থেকে মোট যে ৪দল এই শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তাঁরা হলো – ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাব এবং এই সর্ব প্রথম ডুরান্ড কাপে অংশগ্রহণকারী দল ডায়মন্ড হারবার এফসি। ২৩ জুলাই এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও সাউথ ইউনাইটেড এফসি।

এবার মোট ৬টি ভেন্যুতে ম্যাচগুলি হবে। কলকাতায় দু’টি (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন), ইম্ফল (খুমান লম্পক স্টেডিয়াম), রাঁচি (মোরহাবাদি স্টেডিয়াম), জামশেদপুর (জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স), শিলং (জওহরলাল নেহরু স্টেডিয়াম), কোকরাঝাড় (সাই স্টেডিয়াম) ম্যাচগুলি হবে। বিদেশি দল হিসেবে ইন্দোনেশিয়ার আর্মিকে রাখা হয়েছে। আরও দুটি বিদেশি দল খেলবে এই টুর্নামেন্টে। যদিও তাদের নাম এখনো জানা যায়নি।

এই টুর্নামেন্টে এই বছর মোট ২৪টি দল অংশগ্রহণ করতে চলেছে। মোট ৬টি গ্রুপের এই ২৪ দলকে ভাগ করা হয়েছে।গ্রুপ ‘এ’-তে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে সাউথ ইউনাইটেড এফসি, নামধারী এফসি, ইন্ডিয়ান এয়ারফোর্স। গ্রুপ ‘বি’তে মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলার আরও দুই প্রধান মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ড হারবার এফসি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স। দু’টি গ্রুপের সমস্ত ম্যাচই আয়োজিত হবে কলকাতায় সল্টলেক স্টেডিয়াম এবং কিশোরভারতী স্টেডিয়ামে।

মোহনবাগান ডুরান্ড অভিযান শুরু করছে ৩১ জুলাই, প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব। এরপরে ৪ আগস্ট সবুজ-মেরুন খেলবে বিএসএফ ফুটবল টিমের সঙ্গে। এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ আগস্ট ডায়মন্ড হারবার এফসি’র মুখোমুখি হবে মোহনবাগান।

অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ২৩ জুলাইয়ের পর ৬ আগস্ট নামধারী এফসির বিরুদ্ধে খেলবে। এবং গ্রুপের শেষ ম্যাচে ১০ আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স।

সেক্ষেত্রে গ্রুপ পর্বে বাঙালির আবেগের বড়ো ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই। যদি এই দুই দল নক আউট পর্বে ওঠে তবে দেখা যেতে পারে ইষ্ট – মোহন ডার্বি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen