Durand Cup 2025 final: স্বপ্নপূরণ হল না ডায়মন্ড হারবারের, ৬-১ গোলে হার নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে

August 23, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৫: স্বপ্নভঙ্গ! ডুরান্ড ফাইনালে নর্থইস্টের কাছে হেরে স্বপ্নের দৌড় থামল ডায়মন্ড হারবার এফসি’র। অথচ প্রথম গোল হজম করার আগে অসাধারণ খেলছিলেন লুকা মায়সেন, জবি জাস্টিনরা। কিন্তু প্রতিপক্ষকে প্রথমে মেপে নিয়ে যে খেলাটা খেলল নর্থইস্ট, তা তারিফযোগ্য।

সারাদিনই আকাশের মুখ ভার। এই হালকা তো কয়েক পলকের মধ্যেই ভারী বৃষ্টি। তবুও হাজার হাজার মানুষ ছুটে চলেছেন যুবভারতী ক্রীড়াঙ্গনের উদ্দেশে। আজ যে ডুরান্ড ফাইনাল (Durand Cup Final)। মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই তো কি হয়েছে, বাংলারা ডায়মন্ড হারবার এফসি তো রয়েছে। তারা বঙ্গ ফুটবলকে এখন স্বপ্ন দেখাচ্ছে। ডুরান্ড ফাইনালে তাদের প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড (Diamond Harbour vs North East)।

যুবভারতীতে ডুরান্ড ফাইনালে দু’দলের ফর্মেশনই এক ছিল। ৪-৩-৩ ছকে খেলা শুরু করেছিলেন দুই কোচ। শুরুর ১০ মিনিট নর্থইস্টের। তাদের ফুটবলারদের মধ্যে বেশি বোঝাপড়া চোখে পড়ছিল। গত বার চ্যাম্পিয়ন হওয়ায় ফাইনালের চাপ চোখে পড়ছিল না আলাদিন আজেরাই, পার্থিব গগৈদের খেলায়। অন্য দিকে ডায়মন্ড হারবারের ফুটবলারদের দেখে বোঝা যাচ্ছিল, কিছুটা হলেও চাপে তাঁরা। বৃষ্টি ভেজা মাঠে দূর থেকে শট নেওয়ার প্রবণতা দেখা যায় নর্থইস্টের ফুটবলারদের পায়ে। শুরুতেই আলাদিনের দূরপাল্লার শট ডায়মন্ড হারবারের গোলরক্ষক মিচু মিরশাদকে সমস্যায় ফেলে। সামনে ড্রপ খাওয়ায় বল ধরতে পারেননি মিচু। ফিরতি বলে হেড করেন পার্থিব। সেই বল অবশ্য গোলে ঢোকার আগে ধরে ফেলেন মিচু।

১৭ মিনিটে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন নর্থইস্টের রিদিম তিলং। এর ঠিক পরের মিনিটেই জবির গোছানো সেন্টার পেয়েও গোল করতে পারলেন না মিকেল। ২৩ মিনিটে গিরিক খোসলার ক্রস থেকে জবির হেড কোনও রকমে বাঁচান নর্থইস্ট গোলকিপার। ২৭ মিনিটে জবির শট সাইড নেটে লাগে। এই সময় পর্যন্ত ডায়মন্ড হারবার সমস্ত দিক থেকে এগিয়ে ছিল নর্থইস্টের থেকে।

এরপরেই ছন্দপতন! ৩০ মিনিটে আশির আখতারের গোলে এগিয়ে যায় নর্থইস্ট। এক্ষেত্রে ডায়মন্ড গোলরক্ষক মিরশাদকে দায়ী করা যায়। ৩৫ মিনিটে সুযোগ নষ্ট নর্থইস্টের। পার্থিব গোগোইয়ের শট দারুণভাবে বাঁচান মিরশাদ। ফিরতি বলে মিস করে থই সিং। ৩৮ মিনিট ফাঁকা গোলে ঠেলতে ব্যর্থ হন চেমা। বিরতির ঠিক আগে পার্থিব গোগোইয়ের বাঁকানো শটে ব্যবধান বাড়ায় নর্থইস্ট। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় নর্থইস্ট।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল পেল নর্থ-ইস্ট ইউনাইটেড। ৫০ মিনিটে আলাদিনের বাড়ানো বলে থই সিংয়ের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় নর্থ-ইস্ট। তবে ৬৮ মিনিটে লুকা মায়সেনের গোলে ব্যবধান কমায় ডায়মন্ড হারবার। তবে ৮১ মিনিটে জাইরো বুস্তারার গোলে ৪-এ এগিয়ে যায় নর্থ-ইস্ট। এর পাঁচ মিনিটের মধ্যেই পঞ্চম গোলটি পেয়ে যায় হাইল্যান্ডার্সরা। এবার স্কোরার গাইতান। সংযুক্তি সময়ে পেনাল্টি পায় নর্থইস্ট। গোল করেন আলাদিন। ৬-১ গোলে জিতে মাঠ ছাড়ে নর্থইস্ট। ফের ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen