মোহনবাগান না পারলেও লাল হলুদ আটকে দিল মরু ঝড়

তবে ইস্টবেঙ্গলের পক্ষে আশার আলো জাগিয়েছে উইংগার অনিকেত যাদবের গতিময় ফুটবল। ২৮ তারিখ মোহনবাগানের সামনে সামনি ইস্টবেঙ্গল।

August 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বৃহস্পতিবার ডুরান্ড কাপের (Durand Cup) দ্বিতীয় ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধেও ড্র করলো ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। ইন্ডিয়ান নেভির পর আই-লিগের এই দলের বিরুদ্ধে লাল হলুদের দ্বিতীয় ম্যাচও রইল গোল শূন্য। চলতো মরশুমে, প্রস্তুতি ম্যাচ ধরলে ইটা ইস্টবেঙ্গলের তৃতীয় ম্যাচে। এখনও পর্যন্ত না হারলেও, কোনও গোলও করতে পারেনি কনস্টান্টাইনের (Stephen Constantine) দোল।

রাজস্থান আজকের ম্যাচে একটি পেনাল্টি পেয়েও নষ্ট করেছে। তবে ইস্টবেঙ্গলের পক্ষে আশার আলো জাগিয়েছে উইংগার অনিকেত যাদবের গতিময় ফুটবল। ২৮ তারিখ মোহনবাগানের সামনে সামনি ইস্টবেঙ্গল। খাতায় কলমে অনেকটাই শক্তিশালী সবুজ মেরুন ব্রিগেড। তবে ডুরান্ডের এখনো জয় অধরা তাদেরও। ডার্বির জন্য অবশ্য টিকিটের কাড়াকাড়ি শুরু হয়ে গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen