Durand Derby: সবুজ-মেরুন না-কি লাল-হলুদ আজ যুবভারতীর রঙ কী হবে?

আজ, রবিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের (Durand Cup 2025) কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি মোহন বাগান-ইস্ট বেঙ্গল

August 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: আজ, রবিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের (Durand Cup 2025) কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি মোহন বাগান-ইস্ট বেঙ্গল। ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। দারুণ ছন্দে রয়েছে ইস্ট বেঙ্গল। ডুরান্ড কাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতেছে অস্কারের দল। গোল দিয়েছে ১২টি। হজম মাত্র একটি। মিগুয়েল-হামিদ-সাউলরা দারুণ খেলছেন। অন্যদিকে, মোহন বাগান ভারতের সবচেয়ে বেশি বাজেটের দল। জেমি ম্যাকলারেন, জেসন কামিংসদের মতো ম্যাচ উইনাররা আছেন। রক্ষণে আলড্রেড এবং আলবার্তো, মাঝমাঠে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা ভরসা যোগাচ্ছেন মোলিনাকে। প্রতিযোগিতার প্রথম তিনটি ম্যাচ সহজে জিতেছে মোহন বাগান। হোসে মোলিনা এখনও পর্যন্ত ডার্বিতে অপরাজিত। অস্কার এখনও ডার্বি জেতেননি। জোর টক্কর দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

অন্যদিকে, ডুরান্ড কাপের মেগা ডার্বির ২৪ ঘণ্টা আগেই শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ।
মোহনবাগানের দুর্বলতা ধরে ফেলেছেন বলে একপ্রকার হুঁশিয়ারি দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। মোহনবাগান কোচ মোলিনা অবশ্য নিজের মেজাজেই বলে দিলেন, রবিবারের ডার্বিতে নিজেদের দুর্বলতা ঢেকে শক্তি দেখাবে তাঁর দল।

ক্লাব কর্তারাও হুঙ্কার ছাড়ছেন। মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু বলছেন, “যে টিম আমাদের রয়েছে তাতে বড় ম্যাচ জেতার ব্যাপারে আমি আশাবাদী।” ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের দাবি,,“দল লড়াই করার জায়গায় আছে।”

মোহন বাগানের সম্ভাব্য একাদশ: বিশাল, আশিস, আলবার্তো, আলড্রেড, অভিষেক, অনিরুদ্ধ, আপুইয়া, তামাং, সাহাল, লিস্টন ও ম্যাকলারেন।

ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একাদশ: গিল, রাকিপ, আনোয়ার, সিবলে, লালচুংনুঙ্গা, বিপিন, সাউল, মিগুয়েল, মহেশ, এডমুন্ড ও হামিদ।

আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যা সাতটায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে সোনি স্পোর্টসে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen