কাটছে না নিম্নচাপ, এবার পুজোতেও হতে পারে বৃষ্টি

তবে কি এবার দুর্গাপুজোতেও হতে পারে বৃষ্টি? তেমন আশঙ্কার কথাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

October 2, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

লাগাতার বর্ষণে বিপর্যস্ত বঙ্গের বহু জেলায় দেখা দিয়েছে বন্যাপরিস্থিতি। শারদোৎসবের মুখে প্লাবনে যাবতীয় আনন্দ মাটি হতে বসার জোগাড়। জল জমায় ভোগান্তি পোহাতে হচ্ছে কলকাতা ও শহরতলির বহু এলাকার বাসিন্দাদের। তবে কি এবার দুর্গাপুজোতেও হতে পারে বৃষ্টি? তেমন আশঙ্কার কথাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

এমনিতেই অক্টোবর ঘূর্ণিঝড়ের মরশুম। বঙ্গোপসাগরে এই মাসে একাধিক ঘূর্ণিঝড় তৈরির নজির থাকলেও সেগুলি আঘাত হেনেছে দাক্ষিণাত্যে। তবে এবার পুজো ভাসাতে পারে নিম্নচাপ। পূর্বাভাস অনুসারে নিম্নচাপের বৃষ্টিতে এবার মাটি হতে পারে শারদোৎসবের শেষের দিনগুলো।

পূর্বাভাস অনুসারে, আগামী ৫ – ৭ অক্টোবরের মধ্যে উত্তর – পশ্চিম ভারত থেকে সরতে শুরু করবে মৌসুমিবায়ু। আর আগামী ১০ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির কোনও সম্ভাবনা নেই। তবে ১০ – ২১ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। যার জেরে নবমি ও দশমির আনন্দ মাটি হতে পারে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শারদোৎসবে ষষ্ঠী থেকে অষ্টমি রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। তবে কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অষ্টমির রাত পোহালেই ঘনাতে পারে দুর্যোগ। নিম্নচাপের প্রভাবে আকাশ ঢাকতে পারে মেঘে শুরু হতে পারে বৃষ্টি। কোনও কারণে নিম্নচাপ তৈরিতে কিছুটা দেরি হলে দশমি থেকে লক্ষ্মীপুজোর মধ্যে হতে পারে বৃষ্টি। ওই সময় নিম্নচাপ তৈরির সম্ভাবনা শতকরা ৬০ শতাংশ বলে জানাচ্ছেন পূর্বাভাসকারীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen