Durga Puja 2025: কলকাতার Must Visit ২০টি পুজো মণ্ডপ, বেছে দিচ্ছে দৃষ্টিভঙ্গি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: আজ ষষ্ঠী। ইতিমধ্যেই শহরে শুরু হয়েছে জনজোয়ার। কোন কোন প্যান্ডেল এবার না গেলে সত্যিই মিস করবেন অনেক কিছু? শহরের Must Visit কুড়িটি পুজো মণ্ডপ বেছে দিচ্ছে দৃষ্টিভঙ্গি।
দমদম পার্ক ভারতচক্র:
২৫তম বর্ষে দমদম পার্ক ভারতচক্রের থিম ‘তন্মাত্র’ (দ্য অরা)। শিল্পী সুশান্ত শিবাণী পালের ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ।



https://maps.app.goo.gl/QMdmGqMmhERBr7Yo9
শ্রীভূমি স্পোর্টিং ক্লাব:
এবছর শ্রীভূমির থিম নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির।



https://maps.app.goo.gl/TpDk39kYUZNNyHy67
বাগবাজার সর্বজনীন:
বাগবাজার সর্বজনীন মানেই সাবেকিয়ানা ও আভিজাত্যের ছোঁয়া পাওয়া।



https://maps.app.goo.gl/Yd4pgvKwwwCKopdX8
কুমোরটুলি পার্ক:
এবারের থিম ‘এক নম্বর গার্স্টিন প্লেস’। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, রেডিও আর মহিষাসুরমর্দিনী যেন নস্টালজিয়ার সফর।



https://maps.app.goo.gl/VyEUheirXbKgB11S7
হাতিবাগান সর্বজনীন:
হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম, ‘অথঃ ঘাট কথা’। ফরাসি শিল্পী তমাস অঁরিয়েতের সঙ্গে বাঙালি শিল্পীরা হাতে হাত মিলিয়ে তৈরি করেছে মণ্ডপ।



https://maps.app.goo.gl/LRiJP13o4eEyRfTr6
কাশী বোস লেন:
কাশী বোস লেনের এবারের থিম ‘পাকদণ্ডী’। শিশুসাহিত্যে লীলা মজুমদারের অবদান তুলে ধরা হয়েছে মণ্ডপে।



https://maps.app.goo.gl/AbC1sXTHaEgyUfb67
টালা প্রত্যয়:
টালা প্রত্যয়ের পুজোর এবার শতবর্ষ। থিম ‘বীজ অঙ্গন’, শিল্পী ভবতোষ সুতারের ভাবনায় ফুটে উঠেছে মণ্ডপ।

https://maps.app.goo.gl/QAzk574pqoysYTAV7
হাতিবাগান নবীন পল্লি:
এবারের থিম, ‘আমাদের দেশ, আমাদের দুর্গা’। অরুণা আসফ আলি, উষা মেহেতা, মাতঙ্গিনী হাজরা, কুমুদিনী ডাকুয়া, কনকলতা বড়ুয়া, তিলেশ্বরী বড়ুয়া, ভোগেশ্বরী ফুকাননী, শশীবালা দাসীদের কথা উঠে এসেছে মণ্ডপে।

https://maps.app.goo.gl/6u2W1ajjhEbg1x1y5
সিমলা ব্যায়াম সমিতি:
শতবর্ষে ‘সিমলা ব্যায়াম সমিতি’র থিম ‘স্বদেশীয়ানার বিপ্লবতীর্থ’।

https://maps.app.goo.gl/QM2KPLvC9QR6UVZH6
চালতাবাগান সর্বজনীন:
চালতাবাগান সর্বজনীনের দুর্গাপুজোর এবারে ভাবনা- ‘আমি বাংলায় বলছি’।

https://maps.app.goo.gl/27yZEN2GMr7o77Qi8
সন্তোষপুর লেক পল্লী:
এবারের থিম ‘জলচিত্র’।

https://maps.app.goo.gl/hPbeWuspGq6jpWqu7
কেন্দুয়া শান্তি সংঘ:
শিল্পী সুশান্ত শিবাণী পাল সাজিয়েছেন মণ্ডপ ও ঠাকুর। থিম ‘নিগূঢ়’।

https://maps.app.goo.gl/FyW5HM2mbeERQMEu9
নাকতলা উদয়ন সংঘ:
৩৯তম বর্ষে তুলে ধরছে নাকতলা উদয়ন সংঘের থিমের নাম ‘অর্পণ’। শিল্পী রিন্টু দাস।

https://maps.app.goo.gl/1UwjBmyzMZvV9Gio6
প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক:
প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের থিম ‘দেবদর্শন’। ভাবনা ও রূপায়নে দীপ দাস ও ইশিকা চন্দ্র।

https://maps.app.goo.gl/o3mLFf6M6ayRcsRD7
ত্রিধারা সম্মিলনী:
ত্রিধারা সম্মিলনীর থিম ‘চলো ফিরি’। মণ্ডপে ঢুকলেই পৌঁছে যাওয়া যাবে অঘোরীদের ডেরায়।

https://maps.app.goo.gl/ME6Fr2RzTbTxg6ft5
বালিগঞ্জ কালচারাল:
প্ল্যাটিনাম জুবিলিতে এবারের ভাবনা ‘প্রথা’। শিল্পী সুশান্ত শিবানী পাল।

https://maps.app.goo.gl/FCDSKJqS8Qdx3FFj8
৯৫ পল্লী:
মাইকেলের কবিতা আশ্রয় করেই এবারে ৯৫ পল্লীর থিম ‘হে বঙ্গ ভাণ্ডারে’। শিল্পী শক্তি শর্মা।



https://maps.app.goo.gl/Uio1hdKTpm9aH7AH7
রাজডাঙ্গা নব উদয় সংঘ:
৪১ তম বছরের থিম ‘প্রশ্ন’। থিম ভাবনা এবং মণ্ডপসজ্জার নেপথ্যে রয়েছেন শিল্পী দেবাশিস বারুই।



https://maps.app.goo.gl/1dvVeHwTTsgcKUxQ9
বেহালা নূতন দল:
৬০ তম বছরের থিম ‘শিবানী ধাম’। শিল্পী অমর সরকার।

https://maps.app.goo.gl/RwEdGsnR4dYqZuqt5
বড়িশা ক্লাব:
৩৭ তম বর্ষে থিম ‘শূন্য পৃথিবী’। জোকারদের জীবনের করুণ কাহিনি সর্বোপরি প্রায় হারিয়ে যেতে বসা সার্কাসকে তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে।

https://maps.app.goo.gl/rxQdyV66JjGf7bqw6