প্রাণপ্রতিষ্ঠার আগেই কেন রামমন্দির উদ্বোধন মোদীর? মমতার মন্ডপ উদ্বোধন বিতর্কে BJP-কে পাল্টা তোপ অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫১: মহালয়ার আগেই দুর্গাপুজোর মণ্ডপ উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার নিশানা করেছে বিরোধী শিবির। তবে এবার সেই সমালোচনার জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এক জনসভায় অভিষেক বলেন, “কেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে রামমন্দিরের উদ্বোধন করেছিলেন মোদী?” তাঁর প্রশ্ন, “চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বলেই কি এই কাজ?”
কলকাতার একাধিক নামী দুর্গাপুজোর উদ্বোধন ইতিমধ্যেই সম্পন্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই আয়োজন কতটা শাস্ত্রসম্মত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মন্তব্যকে ঘিরেই সোমবার বিকেলে ডায়মন্ড হারবারে পালটা প্রতিক্রিয়া দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবার পুলিশ জেলার গাইড ম্যাপ উদ্বোধনের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “ওদের অভিযোগ, পুজোর উদ্বোধন শাস্ত্র মতে হচ্ছে না। তাহলে আগে ওদের জিজ্ঞাসা করুন, রামনবমী তো এপ্রিল মাসে, তাহলে জানুয়ারিতে রামমন্দিরের প্রতিষ্ঠা কীভাবে হল?” তাঁর মতে, এই বিতর্কের পেছনে রয়েছে ভোটের অঙ্ক, ধর্ম নয়।