Durga Puja 2025: পুজোর পাঁচদিন ‘যত ইচ্ছে’ সীমাহীন মেট্রো সফর! চালু স্পেশাল স্মার্ট কার্ড

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৯:৩০: দুর্গাপুজো মানেই কলকাতায় মানুষের ঢল। এই সময় জনসমুদ্রের চেহারা নেয় গোটা শহর। গণপরিবহণের অন্যতম মাধ্যম হয়ে ওঠে মেট্রো। এ বছর শহরে দুর্গাপুজোর সময় পাঁচটি রুটে মেট্রো চলবে। পুজোয় যাত্রীদের জন্য অফুরন্ত যাত্রার বিশেষ সুযোগ দিচ্ছে মেট্রো (Kolkata Metro)। স্পেশাল স্মার্ট কার্ড চালু হয়েছে। তিনদিনের জন্য ২৫০ টাকা ও পাঁচদিনের জন্য ৫৫০ টাকার কার্ড পাওয়া যাচ্ছে সমস্ত মেট্রো কাউন্টারে।
কলকাতার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম অংশ, এমনকী বেহালা ও সল্টলেক পৌছে যাওয়া যাবে মেট্রোতে। সারাদিন মেট্রো সফর করলেও লাভ হবে যাত্রীদের। টিকিট কাটার লম্বা লাইনে দাঁড়াতে হবে না। কলকাতার দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি জয় করেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এসময় শহরে আসেন। এই স্পেশাল স্মার্ট কার্ড ভিন দেশের পর্যটকদেরও সাহায্য করবে।
তবে পাঁচটি রুট চালু হলেও মেট্রো নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। পর্যাপ্ত কর্মীর অভাবে ধুঁকছে মেট্রো। বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। ব্লু লাইনে বিলম্বিত, অনিয়মিত মেট্রো চলাচলে ক্ষুব্ধ যাত্রীরা। হাওড়া-সল্টলেক মেট্রোতেও একই সমস্যা দেখা দিচ্ছে। যাত্রীদের প্রশ্ন, স্পেশাল স্মার্ট কার্ড কিনে ঠকতে হবে না তো? পুজোর সময় মেট্রো ঠিকঠাক চলবে তো?