দুর্গা পুজো ২০২৬-এ টলিউডে মহাযুদ্ধ! দেব-জিৎ-শুভশ্রীদের ছবিতে জমজমাট বড়পর্দা

January 3, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫:  পুজোর মরশুম মানেই বাংলা সিনেমার সবচেয়ে বড় লড়াই। হলমুখী দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্দরের হিসেব—সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পুজোর মুক্তি তালিকা। নতুন বছর শুরু হতেই ২০২৬ সালের পুজোকে ঘিরে সেই উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল। একের পর এক বড় ঘোষণায় স্পষ্ট, আগামী পুজোয় টলিউডের হেভিওয়েটদের দাপট থাকছে।

ইতিমধ্যেই জানা গিয়েছে, পুজোয় মুক্তি পাবে দেব ও জিৎ এর আলাদা আলাদা ছবি, যা ঘিরে নস্ট্যালজিয়ার হাওয়া বইছে। তার মধ্যেই সবচেয়ে বড় চমক—দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফের জুটি বাঁধা। বহুদিন পর বড়পর্দায় তাঁদের একসঙ্গে দেখার খবরে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অন্যদিকে, উইন্ডোজ প্রোডাকশনের জনপ্রিয় ছবি ‘বহুরূপী’র সিক্যুয়েল ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে আসছেন নন্দিতা-শিবপ্রসাদ। ২০২৪ সালে বক্স অফিসে সাফল্যের পর এই ছবির প্রত্যাশা তুঙ্গে। পুজোর দৌড়ে রয়েছে এসভিএফ-এর ‘একেন’ও।

এদিকে, বাংলা ছবির ভবিষ্যৎ রক্ষায় গঠিত স্ক্রিনিং কমিটি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। উৎসবভিত্তিক মুক্তির নিয়মে পুজোয় একাধিক ছবির ভিড় তৈরি হলে দ্বন্দ্ব বাড়বে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় তারকাদের হেনস্তার প্রতিবাদে টলিপাড়ার পরিচালক-প্রযোজকদের লালবাজারে সাইবার সেলের দ্বারস্থ হওয়া ইন্ডাস্ট্রির ঐক্যেরই ইঙ্গিত দেয়। সব মিলিয়ে, ২০২৬-এর পুজো যে বাংলা সিনেমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা এখনই স্পষ্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen