মেলে না পুজোর অনুদান, তাও প্রত্যাখান? আরজি কর আবহে নেটপাড়ায় Fake News-র চাষ

ওই ক্লাবেরই সভাপতি জানান, এখনও পর্যন্ত তাঁদের ক্লাব দুর্গাপুজোর সরকারি অনুদান একবারও পায়নি। সংবাদ মাধ্যমকে ভুল বলা হয়েছে।

August 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব নানা মহল। তবে অধিকাংশ ক্ষেত্রে সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ভুয়ো খবর। এমন নানান ভুয়ো দাবি করা হচ্ছে দুর্গা পুজোর অনুদান ঘিরে। তারকেশ্বর আস্তারা গ্রামের মহিলা পরিচালিত শারদ জননী দুর্গা উৎসব কমিটি এ বছর পুজোর সরকারি অনুদান না-নেওয়ার কথা ঘোষণা করেছিল। ওই ক্লাবেরই সভাপতি জানান, এখনও পর্যন্ত তাঁদের ক্লাব দুর্গাপুজোর সরকারি অনুদান একবারও পায়নি। সংবাদ মাধ্যমকে ভুল বলা হয়েছে। সভাপতির বক্তব্য সামনে আসতে বিরোধীদের চক্রান্ত নিয়ে রাজ্যের শাসক দল সরব হয়েছে।

আজজি কর হাসপাতালের ঘটনার প্রেক্ষিতে ক্লাবের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, এবার তাঁরা পুজোর আর্থিক অনুদানের জন্য আবেদন করবেন না। প্রশাসন সূত্রে খবর, ২০২২ সাল থেকে অনুমোদন নিয়ে পুজো করছে এই ক্লাব। অনুমোদিত পুজোর তালিকায় তিন বছরও পূর্ণ হয়নি। অনুদানও পায়নি এই মহিলা পরিচালিত ক্লাব। ক্লাবের সভাপতি নিশা জানা বলেন, গত পাঁচ বছর ধরে তাঁদের পুজো হচ্ছে। গত চার বছর ধরেই তাঁরা অনুদান পাওয়ার জন্য চেষ্টা করেছেন। এবার সেই চেষ্টা আর করা হবে না। তবে সংবাদ মাধ্যমকে যেভাবে অনুদান না নেওয়ার কথা বলা হয়েছিল, তা ঠিক নয়।

এ’ধরনের ঘোষণার পিছনে বিরোধী দলের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। বিজেপির চক্রান্তেই ক্লাবের কিছু সদস্য ওই ঘোষণা করেছিলেন বলে দাবি শাসক দলের। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়ের প্রশ্ন, যে ক্লাব কোনও বছরই পুজোর সরকারি অনুদান পায়নি, তারা কীভাবে অনুদান না-নেওয়ার কথা ঘোষণা করতে পারে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen