তমলুকে নারীর উদ্যোগে দুর্গোৎসব, লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকায় জ্বলে ওঠে উৎসবের আলো

September 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:৩৪: পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অন্তর্গত ধূর্পা গ্রামে এক সময় হত না দুর্গাপুজো। পুজোর দিনগুলোয় যখন চারপাশে উৎসবের আমেজ, তখন এই গ্রামে ছড়িয়ে থাকত নিঃস্তব্ধতা আর বিষাদের ছায়া। সেই চিত্র বদলে দিয়েছেন গ্রামের মহিলারা, নিজেদের সঞ্চিত লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ দিয়ে ২০২৩ সালে শুরু করেছেন দুর্গাপুজো।

এবছর এই পুজো তৃতীয় বছরে পা দিয়েছে। বর্তমানে কমিটির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০ জন। পুজোর পরিকল্পনা, আয়োজন, চাঁদা সংগ্রহ – সবই মহিলাদের হাত ধরে এগিয়েছে। এখন সেই মহিলাদের পাশে দাঁড়িয়েছেন গ্রামের পুরুষরাও, মিলিতভাবে এগিয়ে আসছেন উৎসবের প্রস্তুতিতে।

কমিটির সম্পাদক শম্পা জানা বলেন, “আগে গ্রামে দুর্গাপুজো হত না। পুজোর আনন্দ থেকে আমরা বঞ্চিত ছিলাম। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমাদের সাহস দিয়েছে। সেই টাকা দিয়েই প্রথম পুজোর সূচনা।” তবে শুধুমাত্র ভাতার টাকায় পূর্ণাঙ্গ পুজো সম্ভব নয়। তাই মহিলারা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করেন।

রাজ্য সরকারের তরফে ক্লাবগুলিকে দুর্গাপুজোর জন্য অনুদান দেওয়া হয়, যা এবছর বেড়ে হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। ধূর্পা গ্রামের মাতৃশক্তি পুজো কমিটি সেই অনুদান যদি পায়, তবে আগামী দিনে পুজোর পরিসর আরও বিস্তৃত হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen