দুর্গা পুজোর মণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ
রাতে মহিলাদের নিরাপত্তার দিকে বাড়তি নজর দিতে পুলিশের টহলদারি জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।
September 3, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গাপুজো দোরগোড়ায়, কয়েক দিনের অপেক্ষা মাত্র। শান্তিপূর্ণভাবে পুজোর আয়োজনে তৎপর পুলিশ। জয়নগরের ১৪২টি দুর্গা পুজোর মণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছে পুলিশ। পুজো কমিটিগুলোকে প্রতি মণ্ডপে বেশি সংখ্যক মহিলা স্বেচ্ছাসেবক রাখতেও বলা হয়েছে।
জয়নগরের টাউন হলে পুজো কমিটির কর্তাদের নিয়ে বৈঠকে বসেন জয়নগর থানার আই সি রাকেশ চট্টোপাধ্যায়। বলা হয়, প্রতি পুজোমণ্ডপে অগ্নি নির্বাপক মেশিন-সহ বালি, জল মজুত রাখতে হবে। মণ্ডপগুলিতে মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হবে। রাতে মহিলাদের নিরাপত্তার দিকে বাড়তি নজর দিতে পুলিশের টহলদারি জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।