Durga Puja 2025: সিমলা ব্যায়াম সমিতির পুজোর নৈবেদ্যে থাকে ভিন দেশের ফল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১০: শতবর্ষে পড়ল সিমলা ব্যায়াম সমিতির পুজো। আজও অক্ষরে অক্ষরে মেনে পুজো হয় সিমলা ব্যায়াম সমিতি। বিদেশি ফল ছাড়া সিমলা ব্যায়াম সমিতিতে দুর্গার পুজো হয় না।
অস্ট্রেলিয়ার আঁশফল, নিউজিল্যান্ডের জামরুল, ইংল্যান্ডের পেয়ারা। আবার আঙুর, আপেল, ব্ল্যাকবেরি আসে নিউজিল্যান্ড থেকে। লাল রঙের তাল লাগে পুজোয়। কাঁঠাল, তাল এবং বেল লাগে।
পুজো উদ্যোক্তারা বলছেন, নতুনবাজারে বাঁধাধরা ফলওয়ালা আছেন। তিনিই ফল সংগ্রহ করে আনেন। সিমলার দুর্গা অনেকক্ষেত্রেই অনন্য। সিমলার দুর্গা খাদি পরতেন। বাঘা যতীনের ঘনিষ্ঠ তথা ঋষি অরবিন্দের স্নেহধন্য বিপ্লবী অতীন্দ্রনাথ বসু ১৯২৬ সালে সিমলা ব্যায়াম সমিতি প্রাঙ্গণে দুর্গোৎসব শুরু করেছিলেন।
ওতপ্রোতভাবে এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন সুভাষচন্দ্র বসু। এবার শতবর্ষের থিম ‘স্বদেশীয়ানার বিপ্লবতীর্থ’। শুভদীপ ও সুমি মজুমদার এবং তৃষা দত্ত সাজিয়ে তুলছেন মণ্ডপ। প্রতিমা সাজাচ্ছেন সনাতন রুদ্র পাল।