কোভিডবিধি মেনেই হবে পুজো, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মণ্ডপের মধ্যে মাস্ক বিলির ব্যবস্থা করতে হবে। ক্লাব চত্বর স্যানিটাইজ করতে হবে। মোট ৩৬ হাজার পুজো হচ্ছে রাজ্যে। কলকাতায় আড়াই হাজার।’

September 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কোভিডবিধি মেনেই হবে রাজ্যের পুজো। মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকার পদক্ষেপ করছে। নিশ্চিন্তে পুজো করুন। তবে মাস্ক পরতেই হবে। যত বেশি মাস্ক ব্যবহার করতে পারবেন, তত বেশি সচেতনতা।’

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মণ্ডপের মধ্যে মাস্ক বিলির ব্যবস্থা করতে হবে। ক্লাব চত্বর স্যানিটাইজ করতে হবে। মোট ৩৬ হাজার পুজো হচ্ছে রাজ্যে। কলকাতায় আড়াই হাজার।’

কিন্তু পুজোয় ঠাকুর দেখা যাবে কি? এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘এ নিয়ে সিদ্ধান্ত ভোটের পর নেওয়া হবে।’

কার্নিভাল হবে কি না, তা নিয়েও সিদ্ধান্ত পরেই নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি বলেন, ‘১৫-১৮ অক্টোবর বিসর্জন। পুজোর রাতে ছাড় নিয়ে পরে সিদ্ধান্ত হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen