দুর্গাপুর কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে সফল বাংলার পুলিশ! গ্রেপ্তার পাঁচ অভিযুক্তই

October 13, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:১৩: দুর্গাপুর কাণ্ডে সাফল্য পেল বাংলার পুলিশ। সোমবার আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে মোট পাঁচজন ধরা পড়ল। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর ‘গণধর্ষণ’ কাণ্ডে শেষ অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে বলে খবর মিলেছে। ধৃতের নাম সফিকুল শেখ। তদন্তকারীদের মতে, সফিকুলই মূল অভিযুক্ত। তিন অভিযুক্তকে রবিবার আদালতে তোলা হয়। আজ দুই ধৃতকেই দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।

রবিবার থেকে সোমবার সকাল, কয়েক ঘণ্টার মধ্যে পর পর পুলিশের হাতে গ্রেপ্তার দুর্গাপুর কাণ্ডের সব অভিযুক্ত। দুর্গাপুর নগরনিগমের অস্থায়ী কর্মী নাসিরউদ্দিন শেখকে রবিবার রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল। শেষ অভিযুক্ত সফিকুল শেখকেও ধরে ফেলেছে তদন্তকারীরা। পুলিশ তল্লাশি চালিয়ে, বিজড়া এলাকার গোপালমাঠ থেকে গ্রেপ্তার করেছে সফিকুলকে।

পুলিশ আগেই জানিয়েছিল, যন্ত্রণা কেবল ওড়িশায় নয় বাংলারও। ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছিল জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আশ্বাস দিয়েছিলেন, অভিযুক্তরা কড়া শাস্তি পাবেই। দু’দিনের মধ্যে সব অভিযুক্ত ধরা পড়ায় আশা করা হচ্ছে, ঘটনার দ্রুত কিনারা হবে।

উল্লেখ্য, ১০ অক্টোবর দুর্গাপুরের পরাণগঞ্জে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসে। বন্ধুর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী। অভিযোগ, পরাণগঞ্জে জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করা হয়। অভিযোগ মিলতেই যুদ্ধকালীন তৎপরতায় তদন্তে নামে নিউ টাউনশিপ থানার পুলিশ। ঘিরে ফেলা হয় গোটা পরাণগঞ্জের জঙ্গল। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ড্রোন উড়িয়ে শুরু হয় তল্লাশি। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সব অভিযুক্তকে গ্রেপ্তার করল বাংলার পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen