দুর্গাপুর কাণ্ড: ঘটনার কুড়ি দিনের মাথায় চার্জশিট পেশ রাজ্য পুলিশের

October 30, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৫: দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের মামলায় আজ, বৃহস্পতিবার আদালতে চার্জশিট পেশ করল রাজ্য পুলিশ। ঘটনার পরই রাজ্য পুলিশ জানিয়েছিল, কাউকে রেয়াত করা হবে না। যন্ত্রণা যতটা ওড়িশার ততটাই বাংলার। উল্লেখ্য, নির্যাতিতা আদতে ওড়িশার বাসিন্দা। এ ঘটনার পর বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন কাউকে ছাড়া হবে না। দোষীদের শাস্তি হবেই। দ্রুত গতিতে তদন্তে নামে রাজ্য পুলিশ। রীতিমতো রেকর্ড গতিতে তদন্তের পর ঘটনার কুড়ি দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করল পশ্চিমবঙ্গ পুলিশ।

অভিযোগ ওঠে, বেসরকারি এক মেডিক্যাল কলেজের ছাত্রী গত ১০ অক্টোবর রাত ৮টা নাগাদ সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়ে নির্যাতনের শিকার হন। তদন্তে নেমে দু-তিনদিনের মধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নির্যাতিতার ওই সহপাঠীকেও গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার কুড়ি দিনের মাথায়, আজ, বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। সূত্রের খবর, চার্জশিটে ধৃত সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণ, অন্য তিন অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণ এবং বাকি দু’জনের বিরুদ্ধে জোর করে টাকা আদায়ের অভিযোগ আনা হয়েছে। মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া শুরু নির্দেশ দিয়েছে আদালত। এত দ্রুত চার্জশিট পেশ, নিঃসন্দেহে রাজ্য পুলিশের সাফল্যের নজির হয়ে থাকল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen