Durgapur Rape Case: ধৃতদের জামিন খারিজ, টিআই প্যারেডের নির্দেশ আদালতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণকাণ্ডে গ্রেপ্তার হওয়া ছয় অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। মঙ্গলবার ও বুধবার দুই দফায় অভিযুক্তদের আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, আগামী ২৪ অক্টোবর ধৃতদের টিআই (Test Identification) প্যারেড করানো হবে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৭ অক্টোবর। মামলার প্রমাণ হিসেবে ‘নির্যাতিতা’ ও তাঁর এক সহপাঠীর হোয়াটসঅ্যাপ চ্যাট (WhatsApp Chat) খতিয়ে দেখা হচ্ছে আদালতে।
সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান যে এই মামলায় আর কোনও ধোঁয়াশা নেই এবং যাঁরা সত্যিই জড়িত, তাঁদের শাস্তি নিশ্চিত। তিনি আরও বলেন যে আদালতে বেশ কিছু তথ্য পেশ করা হয়েছে এবং আশা করা হচ্ছে, দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে।
গত ১০ অক্টোবর দুর্গাপুরের মেডিকেল কলেজ ক্যাম্পাসের বাইরে ওই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তদের মধ্যে একজন সহপাঠী ছাত্র এবং পাঁচজন স্থানীয় বাসিন্দা। পুলিশ তাঁদের বিরুদ্ধে গণধর্ষণ (Gang Rape), সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, ভয় দেখিয়ে অর্থ আদায়, তোলাবাজি, বেআইনি আটক এবং নারীর শালীনতা লঙ্ঘনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই অভিযুক্তের বিরুদ্ধে অতিরিক্ত ধারাও যুক্ত করা হয়েছে। তদন্তে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যা মামলার গতিপথ নির্ধারণে সহায়ক হতে পারে।