লকডাউন: হাতুড়ে ডাক্তারবাবুরাই ভরসা গ্রামেগঞ্জে

শহর হোক কী গ্রাম, করোনা আতঙ্কে তটস্থ সকলেই। আর কোথাও কোথাও আবার এই আতঙ্কের সঙ্গী হয়েছে গুজবও। ফলে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া অবধি বন্ধ করে দিয়েছেন কিছু মানুষ। এদিকে লকডাউনের জেরে বন্ধ ডাক্তারদের প্রাইভেট চেম্বারগুলিও। সবমিলিয়ে সমস্যায় পড়েছেন রোগীরা।

May 9, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

শহর হোক কী গ্রাম, করোনা আতঙ্কে তটস্থ সকলেই। আর কোথাও কোথাও আবার এই আতঙ্কের সঙ্গী হয়েছে গুজবও। ফলে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া অবধি বন্ধ করে দিয়েছেন কিছু মানুষ। এদিকে লকডাউনের জেরে বন্ধ ডাক্তারদের প্রাইভেট চেম্বারগুলিও। সবমিলিয়ে সমস্যায় পড়েছেন রোগীরা। 

লকডাউন: হাতুড়ে ডাক্তারবাবুরাই ভরসা গ্রামেগঞ্জে

প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই চালু হয়েছে অনলাইন চিকিৎসা পরিষেবা। কিন্তু তা কাজেই আসছে না প্রত্যন্ত গ্রাম ও বস্তি এলাকাগুলিতে। সংক্রমণের ভয়ে হাসপাতালেও যেতে নারাজ তাদের অধিকাংশই। ফলে এই মুহূর্তে ওই বিপন্ন রোগীদের কাছে একমাত্র সহায় হাতুড়ে চিকিৎসকরা।

করোনা আতঙ্কে পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, মেডিকেল কলেজ থেকে শুরু করে জেলা হাসপাতাল এমনকি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর কোথাও রোগীর ভিড় নেই। হাসপাতালের তরফে জানানো হয়েছে, যেখানে লকডাউনের আগে হাজারের উপর রোগী আসতেন, সেখানে সেই সংখ্যাটা এখন মেরেকেটে ১০০ পর্যন্তও পৌঁছাচ্ছে না। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen